না থেকেও আছেন তামিম
বিশ্বকাপে নেই তামিম ইকবাল—এ খবর পুরোনো। তবে, বিশ্ব মঞ্চে না থেকেও যেন আছেন তিনি। সেটা সম্ভব হচ্ছে ভক্তদের কারণে। একটু খুলে বলা যাক!
বাংলাদেশের পাশের দেশ ভারতেই হচ্ছে এবারের বিশ্বকাপ। কাছে খেলা হওয়ায় তা দেখার সুযোগ হাতছাড়া করেননি অনেক টাইগার ভক্ত। মুম্বাইতেও দেখা গিয়েছে বাংলাদেশি ভক্তদের উপস্থিতি। তাদের মধ্যেই দুজনের সঙ্গে আলাপ। যারা চট্টগ্রাম থেকে এসেছেন বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখতে।
মুম্বাইতে আসা দুই ভক্তদের হাতে ছিল প্ল্যাকার্ড। যাতে লেখা—মিস ইউ তামিম ইকবাল। সঙ্গে বাঁহাতি ওপেনারের জার্সি নম্বর ২৮। আবার লিখা ছিল—আরা চাঁটগাইয়া!
স্টেডিয়ামে ঢুকার আগে সেই ভক্ত এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা তামিম ইকবালের ফ্যান। বিশ্বকাপে তিনি নেই যেটা আমাদের জন্য খুব দুঃখজনক। তবে আমরা বিশ্বকাপে তামিম ইকবালের জন্য একটি জয় নিয়ে ফিরে যাব। আশাকরি বাংলাদেশ এই ম্যাচে জিতবে। আমরা চাঁটগাইয়া, চাঁটগাইয়া তামিমের জন্য জয় নিয়েই ফিরব।’
আরেক তামিম ভক্ত বলেছেন, ‘তামিম নেই তো কী হয়েছে উনি আমাদের মাধ্যমেই গ্যালারিতে হাজির থাকবেন। আমরা এখানে এসেছি বাংলাদেশকে সাপোর্ট করতে। সেটা তো করবোই সাথে তামিমকে নিয়েও গলা ফাটাবো।’
এ ছাড়াও প্রায় তিন হাজার কিলোমিটার পার হয়ে মুম্বাইতে বাংলাদেশি সাপোর্টাররা এসেছেন শুধু দলের জন্য। তামিম ইকবাল না থাকলেও তামিম জুনিয়র-মিরাজরা মাতাচ্ছেন বিশ্বকাপের মঞ্চ। জুনিয়রদের হাত ধরে যদি সাফল্য আসে তাহলে তামিম নিজেও হইত দূর থেকে খুশিই হবেন!