নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় অস্ট্রেলিয়াকে নিয়ে সমালোচনা কম হয়নি। পরের দুই ম্যাচ জিতে ঠিকই নিজেদের কক্ষপথে ফিরে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে, উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তাক লাগিয়ে দেওয়া নেদারল্যান্ডসের চার ম্যাচ শেষে জয় ওই একটিই। এমন অবস্থায়, বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ বুধবার (২৫ অক্টোবর) পরস্পর মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
টস জিতে অসি অধিনায়ক বলেন, ‘উইকেটটা চমৎকার। ব্যাটিংয়ের জন্য বেশ দারুণ। আশা করি, ব্যাটাররা ভালো সংগ্রহ এনে দেবে আমাদের। দুঃখজনকভাবে চোটের কারণে একাদশ থেকে বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস। একাদশে এসেছেন ক্যামেরন গ্রিন।’
ডাচ দলপতি স্কট এডওয়ার্ডস বলেন, ‘আমরা টস জিতলে আগে বোলিংই নিতাম। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষকে যতটা সম্ভব অল্পতে আটকে রাখা, যাতে আমরা জয়ের জন্য রান তাড়া করতে পারি।’