ভারতের মুগ্ধতা ছড়ানো বোলিংয়ের প্রশংসায় শোয়েব
চলতি বিশ্বকাপে ভারত যেন অপ্রতিরোধ্য। একমাত্র দল হিসেবে জয়রথ অব্যাহত রোহিতদের। এমন দুর্দান্ত ভারতকে দেখে বিস্মিত ক্রিকেটবোদ্ধারাও। কারণ এই দলটির নামের পাশে যে গত ১২ বছরে নেই কোনো বৈশ্বিক আসরের শিরোপা। তবে অনেকের মতে এবারের বিশ্বকাপে উড়তে থাকা টিম ইন্ডিয়া নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়ের অপেক্ষায়। বিষয়টির সাথে দ্বিমত পোষণ করেননি সাবেক পাকিস্তানি তারকা পেসার শোয়েব আখতার।
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে ১৮ রান খরচায় ৫ উইকেট শিকার করেন ডানহাতি পেসার মোহাম্মদ শামি। ১৬ রানে ৩ উইকেট তুলে নেন মোহাম্মদ সিরাজ। মূলত এই দুইজনের বোলিং তাণ্ডবে দাঁড়াতেই পারেনি লঙ্কান ব্যাটাররা। যা ভারতের রেকর্ড জয়ের পেছনে অন্যতম কারণ।
গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) ভারতীয় পেসারদের প্রশংসায় নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, ‘ভারত একটি নির্মম দল হয়ে উঠেছে। তাদের আক্রমণ থামানো অসম্ভব হয়ে উঠতে পারে। কিন্তু আমার ইচ্ছা, ভারত তাদের ফাস্ট বোলারদের উদযাপন করতে শুরু করুক। কারণ, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ওয়াংখেড়েতে প্রতিটি বলে উত্তেজনা ছিল।’
তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মোহাম্মদ শামির জন্য খুশি। তার ছন্দ ফিরে এসেছে। তিনটি ম্যাচে সে ১৪ উইকেট পেয়েছে। সিরাজও তার সামর্থ্য দেখাচ্ছে। বুমরাহ প্রাণঘাতী। সে অন্য দুজনকে স্বাধীনভাবে বল করতে দিয়েছে। বুমরাহ খুব মারাত্মক এবং তার দক্ষতা অসাধারণ। আমি সত্যিই আশা করি, তারা শেষ পর্যন্ত ফিট থাকুক।’
এশিয়া কাপের পর বিশ্বকাপের মঞ্চেও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ৩৫৮ রানের বিপরীতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে লঙ্কানরা। যা তাদের বিশ্বকাপ ইতিহাসে দলীয় সর্বনিম্ন। আর ভারতের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়।