ভক্তদের হতাশ করার দায় নিলেন হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহের অধীনে প্রথম অধ্যায় স্বপ্নের মতো কেটেছিল বাংলাদেশের। ২০১৫ সালে একের পর এক সিরিজ জিতে বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছিল লাল-সবুজের দল। প্রথম অধ্যায়টা ঠিক যতটা সুন্দর, দ্বিতীয়টা ঠিক ততটাই ভয়ংকর। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নিয়ে রীতিমত ডুবিয়েছেন হাথুরুসিংহে।
চলতি বছর বাংলাদেশ দলে নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করেন হাথুরুসিংহে। এই সময়ে বলার মতো কোনো সাফল্যই এনে দিতে পারেননি। বরং, এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপের মঞ্চ দুটোতেই বাংলাদেশ দেখাল হতশ্রী পারফরম্যান্সের নমুনা। একের পর এক হার তো আছেই সেই সঙ্গে বাংলাদেশ যেন হারিয়ে ফেলেছে লড়াই করার মানসিকতাও।
চলতি বিশ্বকাপে সেমিফাইনালের আশা নিয়ে এসেছিল বাংলাদেশ। কিন্তু, সেই আশায় গুড়ে বালি। ১০ দলের বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ম্যাচের পর ম্যাচ এমন পারফর্ম দেখে হতাশ ভক্তরা। পরিস্থিতি যখন এই তখন ভক্তদের হতাশ করার সব দায়ভার নিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ বলেছেন, ‘কোচ হিসেবে আমি সব দায়ভার নিচ্ছি। আমরা সমর্থকদের তো হতাশ করেছিই, আমাদেরও হতাশ করেছি। প্রথম ম্যাচ ও আজকের মধ্যে কোনো কিছু বদলে যায়নি। পরিবর্তনের ব্যাপারটা শুধু আমাদের কানেই আসছে। আমাদের স্কিল বদলে যায়নি। অনেক বেশি আশা থাকায় আমরা হতাশ হয়েছি। আমরা এখনও আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। কোথায় ভুল ছিল খুঁজে বের করতে হবে।’