সময়মতো দলের সঙ্গে যোগ দিতে লিটনকে নির্দেশ
গত ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শেষে দেশে এসেছিলেন লিটন দাস। স্ত্রী সন্তানসম্ভবা, পাশে থাকতে চান বলে দুদিনের ছুটি নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে গত ৬ নভেম্বরের ম্যাচের পর আবারও দেশে এসেছেন লিটন তাতেই তার ওপর নাখোশ বিসিবি।
আজ বুধবার (৮ নভেম্বর) বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লিটন দ্বিতীয দফা দেশে আসতে ছুটি চান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে। তিনি নিজে কোনো সিদ্ধান্ত না নিয়ে ব্যাপারটা টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দেন। পরে দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন ছুটি মঞ্জুর করেন। যদিও, বিশ্বকাপের মধ্যে একাধিকবার দেশে ফেরাকে সমর্থন করছে না বিসিবি।
মানবিক দিক বিবেচনা করে লিটনকে ছুটি দিলেও বিসিবি থেকে বলে দেওয়া হয়েছে, ফিরতে হবে আগামীকাল বৃহস্পতিবারের (৯ নভেম্বর) মধ্যে। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে হবে তাকে। নইলে তার ব্যাপারে কঠোর হবে বিসিবি। নিতে পারে যে কোনো সিদ্ধান্ত।
আগামী ১১ নভেম্বর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চলতি আসরে এটিই বাংলাদেশের শেষ ম্যাচ। সেই ম্যাচের দল থেকে চোটের কারণে ছিটকে পড়েছেন অধিনায়ক সাকিব। সাকিবের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।