হঠাৎ বিসিবিতে সাকিব-হাথুরুসিংহে
বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ দলকে নিয়ে জল কম ঘোলা হয়নি। ব্যর্থতার পেছনে অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে দায়ী করেছেন অনেকে। বিশ্বকাপ শেষে সাকিব কিংবা হাথুরু কেউই গণমাধ্যমের সামনে আসেননি সেভাবে। সাকিব ব্যস্ত ছিলেন দ্বাদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া নিয়ে।
এত কিছুর পর আজ বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে হঠাৎই মিরপুরে দেখা গেছে সাকিবকে। বেশ হাসিখুশি দেখা যায় তাকে। সাকিব যাওয়ার কিছুক্ষণ পর সেখানে হাজির হন হাথুরুসিংহেও। দুজনই চলে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে সাকিব ও হাথুরুসিংহের বিসিবিতে আসা নিয়ে যখন চাঞ্চল্য, তখন জানা যায় সেখানে আছেন বিসিবির আরও কয়েকজন কর্মকর্তা।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, নির্বাচক হাবিবুল বাশারসহ দেখা গেছে কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেও। সবাই মিলে বৈঠকে বসেছেন। ধারণা করা হচ্ছে, বড় কোনো সিদ্ধান্ত আসতে চলেছে সভা শেষে। আসতে পারে রদবদল।
জানা যায়, তামিম ইকবালের সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসার কথা ছিল বিসিবির। কিন্তু, আজ তামিম সেখানে উপস্থিত নেই। মিরপুরেও আসেননি।