ম্যানসিটি-লিভারপুল হাইভোল্টেজ ম্যাচ ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুদলের লড়াই। জমজমাট এক ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন ফুটবল ভক্তরা। ইত্তিহাদ স্টেডিয়ামে আজ শনিবার (২৫ নভেম্বর) মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। প্রিমিয়ার লিগের ১৩তম রাউন্ডের ম্যাচটি ড্র হয় ১-১ গোলের সমতায়।
ম্যানসিটির ঘরের মাঠে খেলা। যেখানে টানা ২৩ ম্যাচ অপরাজিত দলটি। ম্যাচে ফেভারিটের তকমা নিয়েই নামে তারা। শুরু থেকে সেই ঝাঁঝ দেখা যায় তাদের খেলায়। পুরোপুরি আক্রমণাত্মক ঢংয়ে প্রথমার্ধ্বে লিভারপুলকে সুযোগই দেয়নি সিটিজেনরা। সিটি একের পর এক আক্রমণ করলেও গোলরক্ষক অ্যালিসন বেকারের বীরত্বে বেঁচে যায় লিভারপুল। তবে, ২৭ মিনিটে শেষ রক্ষা হয়নি। সেন্টারব্যাক নাথান আকের ডিফেন্সচেরা দারুণ পাসে বল পান আর্লিং হল্যান্ড। ডি বক্সের ভেতর থেকে বাঁ'পায়ে বল জালে জড়াতে অসুবিধা হয়নি সিটির নরওয়েজিয়ান এই তারকার।
এই গোলটি ছিল প্রিমিয়ার লিগে হল্যান্ডের ৫০তম গোল। মাত্র ৪৮ ম্যাচে এই মাইলফলকে পৌঁছান তিনি, যা ক্লাবটির ইতিহাসে সবচেয়ে দ্রুততম ৫০ গোলের রেকর্ড। প্রথমার্ধ্বে লিভারপুলের গোলমুখে সিটির আটটি শটের বিপরীতে অলরেডরা শট নিয়েছে মাত্র একটি। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
বিরতির পর আরও শানিত হয়ে মাঠে নামে পেপ গার্দিওলার শিষ্যরা। হল্যান্ড, আকেরা বেশ কয়েকটি দারুণ সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। উল্টো ম্যাচের ৮০ মিনিটে ট্রেন্ট অ্যালেক্সান্ডার আরনল্ডের গোলে সমতায় ফেরে লিভারপুল। ম্যাচের বাকিটা সময় নিজেদের জাল সুরক্ষিত রেখে কয়েকটি আক্রমণ করে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবে, গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।
মিয়ার লিগের ১৩ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি। অন্যদিকে, সমান ম্যাচে এক পয়েন্ট কম লিভারপুলের। ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দলটি।