মুস্তাফিজের নতুন ঠিকানা চেন্নাই
ক্রিকেটে সম্প্রতি সময়টা ভালো কাটছে না মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশের তারকা এই পেসারকে দলে রাখেনি আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসও। নিলামের আগে তাকে ছেড়ে দেয় দলটি। তবে, ঠিকই দল পেলেন মুস্তাফিজ। দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলে নিলামে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তাকে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয় দুই কোটি রুপি। এই মূল্যেই তাকে কিনেছে চেন্নাই। মুস্তাফিজকে পেতে চেন্নাইয়ের বেগ পেতে হয়নি। নিলামে নাম উত্থাপিত হলে কেউ বিড না করায় প্রথম ডাকেই তাকে দলে ভেড়ায় চেন্নাই। যদিও, নিলাম শুরুর আগে শঙ্কা ছিল এই পেসারকে নিয়ে।
আগামী আইপিএলে পুরো মৌসুম খেলার ছাড়পত্র পাননি মুস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে সেই অনাপত্তিপত্র দেয়নি। পাশাপাশি, সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপির ক্যাটাগরিতে থাকায় তাকে নিয়ে কেউ আগ্রহ দেখায় কিনা সেটিও একটি প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে দল পেলেন মুস্তাফিজ।