বিশ্বকাপ জিততে পোলার্ডকে বড় দায়িত্ব দিচ্ছে ইংল্যান্ড
মাঠের ক্রিকেটে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে ইংলিশরা। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, এর আগে দলের এমন বেহাল দশায় বেশ চিন্তিত ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের বাকি ছয় মাসেরও বেশি। এরই মধ্যে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। আসন্ন টুর্নামেন্টটির জন্য ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার কাইরন পোলার্ডকে পরামর্শক হিসেবে নিয়োগ দিতে পারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ। পোলার্ডকে আপাতত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিয়োগ দেওয়া হতে পারে। তবে যদি অভিজ্ঞতা ভালো হয়, লম্বা সময়ের জন্যও সাবেক এই উইন্ডিজ ক্রিকেটারকে দলের সাথে চাইবে ইংল্যান্ড।
বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজের পিচের কন্ডিশন বুঝতে ব্যর্থ ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে সাহায্য করবেন পোলার্ড। ক্যারিবিয়ান পিচগুলো বিশেষ ক্ষেত্রে ধীরগতির ও বল নিচু হয়ে আসতে পারে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলার অভিজ্ঞতা ইংল্যান্ড ক্রিকেটারদের নেই, সেজন্য পোলার্ড তাদের জন্য ভালো সহায়ক হবেন বলেই আশা করছে বোর্ড। অস্ট্রেলিয়ায় হওয়া ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে একই ভূমিকায় ছিলেন মাইক হাসি। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড।
সব মিলিয়ে ৬৩৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কাইরন পোলার্ড, যা এই সংস্করণে সর্বোচ্চ। জিতেছেন ৫টি আইপিএল শিরোপা। জাতীয় দলের হয়ে জিতেছেন ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচও তিনি।