সন্ধ্যায় ম্যাচ, দুপুরে কঠোর অনুশীলন সাকিবের
চোখের সমস্যায় চলতি বিপিএলে স্বস্তিতে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। রংপুর রাইডার্সের জার্সিতে দুটি ম্যাচ খেললেও নিজের চেনা ছন্দ খুঁজে পাচ্ছেন না নম্বর সেভেন্টি ফাইভ। সাকিবের এমন অফফর্ম বেশ ভোগাচ্ছে রংপুরকে। পুরনো ছন্দে ফিরতে ম্যাচের ঘণ্টা ছয়েক আগে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সাকিব।
আজ শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে অনুশীলন করেন সাকিব। স্ট্যাম্পের পেছনে ক্যামেরা রেখে নিজের ব্যাটিংয়ের ভিডিও করেন সাকিব। প্রতিটি ওভার শেষেই ভিডিও দেখে নিজের ভুল সংশোধন করে নেন। প্রায় দুই ঘন্টা চলে সাকিবের ফেরার লড়াই।
সাকিবের এই অনুশীলনে ছিলেন ব্যাটিং পরামর্শক শাহরিয়ার নাফিস, স্পিন কোচ মোহাম্মদ রফিক ও ট্রেইনার রুবায়েত প্রমুখ। পাশের নেটে অনুশীলন করা কুমিল্লার লেগ স্পিনার রিশাদ হোসেনও হাত ঘুরিয়েছেন সাকিবের নেটে।
নেট সেশন শেষে মোহাম্মদ রফিক গণমাধ্যমে বলেন,‘ ‘আমরা নিজেরাই বোলিং করলাম। মাশাআল্লাহ ভালোই আছে। এখন সমস্যাটা চোখের। আর ক্রিকেট তো চোখের খেলা। সেখানেই সাকিবের সমস্যা। দেশের মানুষ তো চায়, আশা করে সাকিব খেললে বড় কিছু করবে। কিন্তু যে চোখ দিয়ে খেলবে, সেই চোখে সমস্যা হলে কীভাবে খেলবে।’
সন্ধ্যায় দুর্দান্ত ঢাকার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে সাকিবের রংপুর। সেই ম্যাচের আগে সাকিবের এমন কঠোর অনুশীলন ছন্দে ফেরাতে তাকে কতটা সহায়তা করে, সেটাই এখন দেখার পালা।