ইংলিশদের হারিয়ে টেস্টে ভারতের ইতিহাস
রাজকোটে অনেকটা রাজার মতোই জিতল ভারত। নিজেদের মাঠে ইংল্যান্ডকে ধরাশয়ী করে তুলে নিল বিশাল জয়। যে জয়ে নিজেদের টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ল রোহিত শর্মার দল।
যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি ও বোলিং দৃঢ়তায় ইংলিশদের ৪৩৪ রানে হারিয়েছে ভারত। এই জয়ে সিরিজে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) চার দিনেই শেষ হয়ে গেল রাজকোট টেস্ট। দারুণ ব্যাটিংয়ে প্রতিপক্ষকে পাঁচশ ছাড়ানো লক্ষ্য দিয়ে দাঁড়াতেই দেয়নি ভারত। তুলে নেয় বিশাল জয়। যে জয় তাদের টেস্ট ক্রিকেট ইতিহাসে এখন সেরা। এর আগের সেরা জয়টি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটি ছিল ২০২১ সালে ৩৭২ রানের জয়।
আগের দিন পিঠের অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান জয়সওয়াল। অবসরে যাওয়া জয়সওয়াল পরদিন ব্যাট চালাতে পারবেন কি না সেটা নিয়েই ছিল শঙ্কা। অথচ সেই জয়সওয়ালই আজ মাঠে নেমে উপহার দিলেন ডাবল সেঞ্চুরি। তাতে করে দ্বিতীয় ইনিংসে ৪৩০ রানের বিশাল পুঁজি পায় ভারত। জয়সওয়াল করেন ২১২ রান। ২৩৬ বলে যা সাজানো ছিল ১৪টি চার আর ১২টি ছক্কায়।
এর আগে প্রথম ইনিংসের লিডসহ তারা ইংলিশকে লক্ষ্য ছুঁড়ে দেয় ৫৫৭ রানের। যার জবাব দিতে নেমে রীতিমতো মুখ থুবড়ে পড়ে অতিথিদের ইনিংস। রান তাড়ায় তাদের ইনিংস স্থায়ী হয় মোটে ৩৯.৪ ওভার। জাদেজার স্পিন ঘূর্নিতে দিশেহারা হয়ে মাত্র ১২২ রানেই গুঁটিয়ে যায় ইংলিশদের ইনিংস। বল হাতে মাত্র ৪১ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন জাদেজা। ১৯ রান দিয়ে কুলদিপ নেন দুটি উইকেট।
এর আগে প্রথম ইনিংসে নেমে ভারত করে ৪৪৫ রান। অধিনায়ক রোহিত শর্মা উপহার দেন ১৩১ রানের ইনিংস। তার সঙ্গে আরেক সেঞ্চুরিয়ান জাদেজা করেন ১১২ রান। বিপরীতে প্রথম ইনিংসে নেমে ৩১৯ রানে থামে ইংল্যান্ড। আর দ্বিতীয় ইনিংসে তো দাঁড়াতেই পারেনি তারা। রাচিতে সিরিজের চতুর্থ টেস্ট আগামী ২৩ ফেব্রুয়ারি।