তৃতীয় ওয়ানডের আগে দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা
প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। তবে, ব্যাটারদের দৃঢ়তায় দ্বিতীয় ম্যাচেই সমতায় ফেরে শ্রীলঙ্কা। যার ফলে তৃতীয় ওয়ানডে এখন দুদলের জন্য অলিখিত ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কি না দুঃসংবাদ পেল লঙ্কানরা। চোটের কারণে ছিটকে গেছেন পেসার দিলশান মাদুশঙ্কা।
আজ রোববার (১৭ মার্চ) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। জানা গেছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় এই সিরিজে আর খেলতে পারছেন না তিনি। দেশে ফিরে যাচ্ছেন এই পেসার। সেখানে গিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন।
গত শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চোট লাগে মাদুশঙ্কার। ৬.৪ ওভার বোলিংয়ের পর মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে। এর আগে ৩০ রান খরচায় ২ উইকেট শিকার করেছিলেন তিনি। পরে এমআরআই পরীক্ষায় তার বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪৪ ও ৩০ রানে ২টি করে উইকেট নিয়েছিলেন তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ খেলে কোনো উইকেট পাননি। ২৩ ওয়ানডের ক্যারিয়ারে ২৪.৮৭ গড়ে মাদুশঙ্কার শিকার ৪১ উইকেট। তিনি একবার করে ৪ ও ৫ উইকেট নিয়েছেন।