পার্পল ক্যাপের লড়াইয়ে কোথায় অবস্থান মুস্তাফিজের?
আইপিএল মাঠে গড়িয়েছে তিন সপ্তাহ হয়েছে। এরইমধ্যে শেষ হয়েছে ২৯টি ম্যাচ। প্রতিযোগিতায় যে বোলার সবচেয়ে বেশি উইকেট পান তার মাথায় শোভা পায় পার্পল ক্যাপ। যে লড়াইয়ে শীর্ষে আছেন রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল। গত সপ্তাহেও শীর্ষে থাকা মুস্তাফিজের অবস্থান কোথায়?
মুম্বাইয়ের বিপক্ষে নিজের পঞ্চম ম্যাচটা ভালো যায়নি মুস্তাফিজের। ৫৫ রান খরচ করে নিয়েছেন মাত্র ১ উইকেট। ক্যাচ মিস না হলে হয়তো এই ম্যাচেই ফের পার্পল ক্যাপটা নিজের করে নিতে পারতেন মুস্তাফিজ। যার ফলে ৯.১৫ ইকোনোমিতে ১০ উইকেট নিয়ে তালিকার তিনে অবস্থান বাংলাদেশি তারকার।
তালিকার শীর্ষে আছেন চাহাল। রাজস্থানের এই বোলার ছয় ম্যাচে ৭.৪০ ইকোনোমিতে ১১ উইকেট নিয়েছেন। ১১ রানে তিন উইকেট এখন পর্যন্ত তার সেরা বোলিং ফিগার। আর ৬.০৮ ইকোনোমিতে দুইয়ে অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা বোলার জাসপ্রিত বুমরাহর। মুস্তাফিজের সমান ১০ উইকেট নিয়েছেন তিনিও।
তালিকার চারে আছেন পাঞ্জাব কিংসের পেসার কাগিসো রাবাদা। ৭.৯৫ ইকোনোমিতে ৯ উইকেট নিয়েছেন এই প্রোটিয়া পেসার। আর ৮.৭৯ ইকোনোমিতে তালিকার পাঁচে দিল্লি ক্যাপিটালসের বোলার খলিল আহমেদ। তার নামের পাশেও ৯ উইকেট।
আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে আর মাত্র তিনটি ম্যাচে খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ। এরপরই জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে দেশে ফিরতে হবে তাকে। সবগুলো ম্যাচে যদি একাদশে সুযোগ পান ফিজ, তবে এই তালিকায় নিজের অবস্থানটা যে আরও পোক্ত করতে চাইবেন তিনি, তা তো বলাই যায়।