বল হাতে বিবর্ণ মুস্তাফিজ দুর্দান্ত ক্যাচে আলোচনায়
চেন্নাইয়ের জার্সিতে চলতি আইপিএলের শুরুটা অবিশ্বাস্য হয়েছিল পেসার মুস্তাফিজুর রহমানের। প্রথম ম্যাচেই চার উইকেট নিয়ে রীতিমত সাড়া ফেলেন এই বাংলাদেশি তারকা। তবে, ঘরের মাঠের সেই ধারাবাহিকতা অ্যাওয়ে ম্যাচে ধরে রাখতে পারেনি মুস্তাফিজ। সবশেষ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বল হাতে বিবর্ণ ফিজ দারুণ এক ক্যাচ ধরে আলোচনায়।
গতকাল রোববার (১৪ এপ্রিল) আইপিএলের এল ক্লাসিকো খ্যাত ম্যাচে মাঠে নেমেছিল দুই হেভিওয়েট দল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। যে ম্যাচে মুম্বাইকে ২০ রানে হারিয়ে আসরে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে ধোনিরা। ম্যাচ ছাপিয়ে আলোচনায় মুস্তাফিজের দুর্দান্ত ক্যাচ।
এদিন মুম্বাইয়ের বিধ্বংসী ব্যাটার সূর্যকুমার যাদবকে শূন্য রানে ফেরান পাথিরানা। যদিও যাদবের উইকেটের কৃতিত্বটা মুস্তাফিজকে দেওয়া যায়। কেননা ডিপ থার্ড বাউন্ডারিতে চোখ ধাঁধানো ক্যাচ নেন ফিজ। বাউন্ডারির সামনে দুই হাতে বল ধরলেও ভারসাম্য হারাতে বসলে বল উপরের দিকে ছুঁড়ে মারেন। বাউন্ডারির ওপর থেকে লাফিয়ে আবার বল লুফে নেন বাংলাদেশি ক্রিকেটার।
মূলত, মুস্তাফিজের এই ক্যাচই ম্যাচের মোমেন্টাম অনেকটা ঘুরিয়ে দেয়। সেই সঙ্গে হয়ে যায় ম্যাচের সেরা ক্যাচ। যার পুরস্কার স্বরুপ ফিজ পেয়েছেন ১ লাখ ভারতীয় রুপি। এমন দারুণ ক্যাচের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন মুস্তাফিজ।