আইপিএলে আবারও বিদ্রুপের শিকার পান্ডিয়া
এবারের আইপিএলটা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়ার। গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেও নিজের চেনা ছন্দ খুঁজে পাচ্ছেন না পান্ডিয়া। এর ওপর প্রতি ম্যাচেই সমর্থকদের বিদ্রুপের মুখে পরতে হচ্ছে তাকে।
সবশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচেও বিদ্রুপের শিকার হয়েছেন পান্ডিয়া। এদিন পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিংয়ে আসেন পান্ডিয়া। ক্রিজে গিয়ে গার্ড নিতেই গ্যালারির কিছু অংশে শুরু হয় ‘রোহিত’, ‘রোহিত’ চিৎকার। শুকনো মুখে পান্ডিয়া চার দিক ঘুরে এক বার দেখে নেন।
সে সময় ডাগ আউটের সামনে বিজ্ঞাপনের বিলবোর্ডে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন রোহিত। সেই পরিস্থিতিতে তার মুখে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে বেশ কয়েক বার ‘রোহিত’, ‘রোহিত’ চিৎকার শোনার পর ভারতীয় দলের অধিনায়ক মাথা নিচু করে নেন। হার্দিককে বিদ্রুপের সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে।
এর আগে, হার্দিককে বিদ্রুপে না করতে দর্শকদের প্রতি আহ্বান জানান কোহলি ও রোহিত। তবে, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না দর্শকদের। মূলত, রোহিত শর্মার পরিবর্তে পান্ডিয়াকে মুম্বাইয়ের নেতৃত্ব দেওয়ার পর থেকেই এমন বিদ্রুপের শুরু। দর্শকদের এই বিদ্রুপে নিয়ে না ভেবে নিজের পারফরম্যান্সে ফোকাস করতে চান পান্ডিয়া।