ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারল বাংলার নারীরা
সিলেটের পিচে ব্যাটার-বোলার সবার জন্যই সমান সুযোগ থাকে। বাংলাদেশ নারী দলের বোলাররা সুযোগ কাজে লাগিয়েছেন। ভারতীয় নারীদের আটকে দিয়েছেন অল্পতে। সেই অল্প রানও ব্যাট হাতে তাড়া করতে পারল না বাংলাদেশ। কেবল নিগার সুলতানা জ্যোতি ছাড়া ব্যর্থ বাকিরা। ব্যাটিং ব্যর্থতায় দেখতে হলো হারের মুখ।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ রোববার (২৮ এপ্রিল) ভারতের কাছে ৪৪ রানের ব্যবধানে হারে বাংলাদেশ। গড়তে পারেনি ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা। আগে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে ভারত। জবাবে ২০ ওভারে আট উইকেটে ১০১ রানে আটকে যায় বাংলাদেশ।
টি-টোয়েন্টির হিসেবে ১৪৬ রানের লক্ষ্য খুব বড় নয়। সেটির পিছু ছুটতে গিয়ে শুরুতেই হোঁচট খায় বাংলার নারীরা। প্রথম ওভারেই রেনুকা সিংয়ের বলে লেগবিফোর হন ওপেনার দিলারা আক্তার। তার ব্যাট থেকে আসে মাত্র চার রান। অপর ওপেনার মুর্শিদা খাতুনও ১৩ রান করে লেগবিফোর হন দীপ্তি শর্মার বলে। ওয়ানডাউনে নামা সুবহানা মুস্তারি হাল ধরতে পারতেন। ব্যর্থ হন তিনিও। ছয় রান করে বিদায় নেন রেনুকার বলে বোল্ড হয়ে।
স্কোরবোর্ডে ২৯ রান উঠতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। অধিনায়ক জ্যোতির ব্যাট এদিনও হেসেছে। অর্ধশতক তুলে নেন তিনি। রানের গতি কম হলেও অন্যপ্রান্তে কাউকেই পাননি জ্যোতি। তার একার লড়াই তাই বিফলে যায়। পুরো ইনিংসে মাত্র তিনজন দুই অঙ্কের রান স্পর্শ করেছেন। ৪৮ বলে ৫১ রান করে পূজা বস্ত্রকারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জ্যোতি।
ভারতের পক্ষে চার ওভারে ১৮ রানে তিন উইকেট নেন রেনুকা। পূজার শিকার দুই উইকেট।
এর আগে টস জিতে আগে ব্যাট করা ভারতের শুরুটাও ভালো হয়নি। শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা জমাতে পারেননি ওপেনিং জুটি। দ্বিতীয় ওভারের প্রথম বলে সুলতানা খাতুনের বলে কভারে ক্যাচ তুলে দেন মান্দানা। সেটি লুফে নিতে ব্যর্থ হন ফারিহা তৃষ্ণা। মান্দানাকে সুযোগ দিলে তিনি বাংলাদেশের জন্য মাথাব্যথা হতে পারতেন। সেটি হতে দেননি ক্যাচছাড়া ফারিহা। তৃতীয় ওভারে নিচু হওয়া স্লোয়ারে বোল্ড করেন মান্দানাকে। ৯ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার।
১৮ রানে প্রথম উইকেট হারানো ভারতকে পাওয়ার প্লেতে ভালোই চেপে ধরে বাংলাদেশের নারীরা। মাত্র এক উইকেট তুললেও দেয় ৩৯ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে মারুফা আক্তারের বলে শেফালির সহজ ক্যাচ ছাড়েন সুলতানা। ইনিংস অবশ্য বড় করতে পারেননি শেফালি। ২২ বলে ৩১ রান করে রাবেয়া খানের বলে ফাহিমা খাতুনের তালু বন্দি হন শেফালি। ভারত হারায় দ্বিতীয় উইকেট।
ভারতের হয়ে হাল ধরেন হারমানপ্রীত কৌর ও স্বস্তিকা ভাটিয়া। এই জুটি রান তোলে দ্রুতগতিতে। তবে, ৪৫ রানের জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ২২ বলে ৩০ রানে লেগবিফোর হয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক হারমানপ্রীত। ২৯ বলে ৩৬ রান করা স্বস্তিকাকে সুলতানার ক্যাচ বানিয়ে ফেরান রাবেয়া। রাবেয়ার বলেই সাজঘরের পথ ধরেন সাজিভান সাজানা। কভারে দারুণ এক ডাইভে বল মুঠোবন্দি করেন ফারিহা।
শেষ দিকে ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। সিলেটের ব্যাটিং পিচে ভারতীয় নারীদের ভালোই চেপে ধরে বাংলাদেশ। দুরন্ত বোলিংয়ে ভারতকে মোটামুটি রানে বেঁধে ফেলে বাংলাদেশ। এখন বাকি কাজটা ব্যাটারদের।
বাংলাদেশের পক্ষে চার ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট নেন রাবেয়া। তিন ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট পান মারুফা।