বাংলাদেশ দলের ড্রেসিংরুম চাঙ্গা রাখেন কে জানেন?
ক্রিকেটে এদেশের মানুষের খুব কাছের। ভক্তরা যতই সমালোচনা করুক না কেন দিন শেষে গলা ফাটান টাইগারদের জন্য। এমনকি মুখিয়ে থাকেন সাকিব-তামিমের খবরের জন্য। এমনকি বাংলাদেশ দলের ড্রেসিংরুমের খবর জানার আগ্রহও কম নয় ভক্তদের।
সেই ভক্তদের কাছে এবার ড্রেসিংরুমের খবর ফাঁস করলেন শরিফুল ইসলাম। জানিয়ে দিলেন, বাংলাদেশ দলটাকে কে বেশি চাঙ্গা রাখেন!
এই প্রশ্নের উত্তর জানলে অনেকেই হয়তো অবাক হবেন। তবুও সত্যি হলো এই যে—ড্রেসিংরুম মাতিয়ে রাখা ক্রিকেটারের নাম মাহমুদউল্লাহ রিয়াদ। শান্ত স্বভাবের রিয়াদই সতীর্থদের সঙ্গে হাসি-আনন্দে মেতে থাকেন।
বিশ্বকাপে খেলতে যাওয়া ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রচার করছে বিসিবি। যার নাম ‘গ্রিন রেড স্টোরি’। এই সাক্ষাৎকারের আজকের পর্বে মাহমুদউল্লাহকে নিয়ে শরিফুল বলেছেন, ‘আসলে এখানে সবাই আমরা একটা পরিবার। তাই আচরণও বন্ধুর মতো। রিয়াদ ভাই সবার সঙ্গে ভালো মেশেন, উনি কিন্তু আমাদের সবার চেয়ে বড়। তো উনি এমনভাবে মেশেন, মনেই হয় না যে উনি আমাদের চেয়ে অত ভিন্ন বয়সের। উনি পুরো দলকে চাঙ্গা করে রাখেন। আর মনে হয় যে অনেক ছোট থেকে আমরা একসঙ্গে খেলতেছি।’
এ ছাড়া বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে শরিফুল বলেছেন, ‘প্রতিটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। সেটা হোক ক্রিকেট, ফুটবল বা যে কোনো কিছুর। সেখানে আমি যদি বিশ্বকাপে অংশ নিতে পারি, অন্যরকম পাওয়া হবে। বিশ্বকাপটা আসলে দুনিয়ার সবাই দেখে। ওই ক্ষেত্রে সবার একটা মনোযোগ থাকে। তাই আমার মনে হয়, বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য অন্যান্য সিরিজ থেকে একটা ভিন্ন অনুভূতি কাজ করে।’