‘নেতা হিসেবে শান্ত ভালো, গেম সেন্সও দারুণ’
অধিনায়কত্ব নিয়ে বেশ সমালোচিত হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তার ব্যাটে রানে নেই। সেই সঙ্গে বাংলাদেশ দলও ভালো করছে না। তাই একজন অধিনায়ককে নিয়ে সমালোচনা হওয়াটা স্বাভাবিকই।
তবে, এই খারাপ সময়ে সতীর্থদের সমর্থন পাচ্ছেন শান্ত। সতীর্থরা কমবেশি সবাই তার প্রশংসা করছেন। এবার সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের মুখেও ঝরল শান্তর বন্দনা। তিনি জানালেন, নেতা হিসেবে শান্ত অনেক ভালো। এ ছাড়া অধিনায়কের গেম সেন্সও দারুণ বলে মনে করেন এই অলরাউন্ডার।
বিশ্বকাপে খেলতে যাওয়া ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রচার করছে বিসিবি। যার নাম ‘গ্রিন রেড স্টোরি’। এই সাক্ষাৎকারের আজকের পর্বে শান্তকে নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘সে খুব ভালো নেতা। খুব ভালো অধিনায়ক। গেম সেন্স খুব ভালো। ম্যাচের প্রতি মনোযোগও খুব ভালো। কিন্তু আমাদের তাকে সময় দিতে হবে। কিছুদিন হলো অধিনায়কের দায়িত্ব পেয়েছে, সময় দিতে হবে তাকে। আশা করি ওর যে নেতৃত্বগুণ আছে, ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে।’
এর আগে গতকালকের পর্বে শান্তর নেতৃত্ব নিয়ে শরিফুল বলেছেন, ‘শান্ত খুব ভালো। স্বাধীনতা দেন। আর খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। আর সবাই উনাকে খুব পছন্দ করেন। আর আমরা বোলাররা যদি কিছু বলি, সেটা তিনি গুরুত্ব দেন। তার সাথে অনেকদিন ধরে খেলছি। উনার ব্যবহার খুব ভালো।’