বিশ্বকাপে জয় পেয়ে গর্বিত উগান্ডার অধিনায়ক
আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের শুরুটা হয়েছিল চরম হতাশার। তবে, দ্বিতীয় ম্যাচেই হতাশা ভুলে জয়ের উৎসবে মাতল উগান্ডা। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে দ্বিতীয় ম্যাচে ঐতিহাসিক জয়ের দেখা পেয়ে গেছে উগান্ডা। আর এই ঐতিহাসিক জয় পেয়ে গর্বিত দেশটির অধিনায়ক ব্রায়ান মাসাবা।
আজ বৃহস্পতিবার (৬ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পাপুয়া নিউগিনিকে ৩ উইকেটে হারায় উগান্ডা। ঐতিহাসিক জয়ের পর উগান্ডা শিবিরে খুশির উচ্ছ্বাস। নেচে-গেয়ে মাঠেই নিজেদের বিজয় উৎসব উদযাপন করেন ক্রিকেটাররা।
ম্যাচের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দলটির অধিনায়ক মাসাবা বলেছেন, ‘এই জয় খুবই স্পেশাল জয় আমাদের জন্য। বিশ্বকাপের প্রথম জয় এর চেয়ে স্পেশাল হতে পারে না। ছেলেরা যা করেছে আমি অনেক গর্বিত। বিশ্বকাপে নিজের দেশকে জয় এনে দেওয়া বিশেষ অনুভূতি। কী দারুণ একটা সফর! ক্রিকেটার ও দেশে বোর্ডের ৩-৪ বছরের কঠোর পরিশ্রমের ফল। বিশ্বকাপে আসা স্পেশাল ছিল, তবে এটি (জয়) আরও বেশি স্পেশাল।’
অধিনায়ক আরও বলেছেন, ‘আমাদের দারুণ সমর্থকগোষ্ঠী আছে যারা বিশ্বের প্রায় সব প্রান্তে দলের সঙ্গে ভ্রমণ করে ও দলকে সমর্থন করে। আমার মনে হয় না, তারা কোনো জয়ের আশা নিয়ে বিশ্বকাপ দেখতে এসেছে। তবে আমরা অন্তত এটুকু (ম্যাচ জেতা) তাদের জন্য করতেই পারি। আশা করি, তাদের কাছেও এটি আমাদের মতোই বিশেষ অনুভূতি।’