এবার পাকিস্তানকে হারাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশ সিরিজেই নিজেদের সামর্থ্যর প্রমাণ দিয়েছে যুক্তরাষ্ট্র। দাপুটে ক্রিকেট উপহার দিয়ে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে। টানা দুই জয়ে জিতে নিয়েছে সিরিজ।
এর পরের গল্পটা টি-টোয়েন্টি বিশ্বকাপে। নিজের ঘরের মাঠের সুযোগ কোনোভাবেই হাতছাড়া করল না যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ১৯৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতেছে যুক্তরাষ্ট্র। পেয়েছে নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম জয়।
জয়ের উল্লাসে ফুঁসতে থাকা যুক্তরাষ্ট্রের সামনে এবারের প্রতিপক্ষ পাকিস্তান। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা। মূল লড়াই শুরুর আগেই পাকিস্তানকে হুঙ্কার দিয়ে রাখলেন দেশটির অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।
অধিনায়ক বলেছেন, ‘যেভাবে খেলেছি, সেভাবে বাকি ম্যাচগুলো খেলে যেতে চাই। পাকিস্তান বা ভারত, দুই দলের বিপক্ষেই নির্ভীক ক্রিকেট খেলার ইচ্ছে।’
স্বাগতিক অধিনায়ক জানান, পাকিস্তানের জন্য ভিন্ন পরিকল্পনা আছে তাদের,‘জয়ের জন্য নিজেদের উজাড় করে দিবো। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। সেগুলো মাঠে বাস্তবায়নই করাই মূল লক্ষ্য। প্রতিপক্ষকে কোনো ছাড় নয়। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, জয়ের হাসি আমরাই হাসব।’
যদিও ম্যাচে কাগজে-কলমে পরিস্কার ফেভারিট পাকিস্তান। ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। একারও আছে দারুণ ছন্দে। তবে সাবেক চ্যাম্পিয়নদের বদ করে যুক্তরাষ্ট্র জয়ে রাঙাতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা!