টিকলেন না শান্ত, ছোট লক্ষ্য তাড়ায় ব্যাকফুটে বাংলাদেশ
মাত্র ১২৪ রান তাড়া করতে নেমেও শুরুতে তিন উইকেট নেই বাংলাদেশের। প্রথমে হতাশ করলেন সৌম্য-তানজিদ। চারে নেমে টিকলেন না নাজমুল হোসেন শান্তও। দলীয় ২৮ রানে উইকেট বিলিয়ে দিয়ে সাজঘরে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। পাওয়ার প্লেতে বাংলাদেশের দলীয় রান মাত্র ৩৫ রান।
ফের ব্যর্থ সৌম্য, তানজিদকেও হারাল বাংলাদেশ
বোলাররা তাদের দায়িত্বটা সামলেছেন দারুণভাবে। শ্রীলঙ্কাকে আটকে দিয়েছেন মাত্র ১২৪ রানে। কিন্তু এই রান তাড়া করতে নেমেই শুরুতেই বিদায় নিলেন সৌম্য সরকার। প্রথম ওভারেই গোল্ডেন ডাকে ফেরেন বাঁহাতি ওপেনার। দলীয় রানে তাকে হারিয়েছে বাংলাদেশ। এরপর বিদায় নিয়েছেন তানজিদ তামিম।
শ্রীলঙ্কাকে হারাতে বাংলাদেশের সামনে ছোট লক্ষ্য
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যাদের কাছে ম্যাচটা অনেকটা বাঁচা-মরার। এমন ম্যাচে বল হাতে বাংলাদেশকে পথ দেখালেন মুস্তাফিজ-রিশাদরা। দাপুটে বোলিংয়ে শ্রীলঙ্কাকে যেতে দিলেন না বেশিদূর। লঙ্কানদের দ্রুত থামিয়ে জয়ের জন্য ছোট লক্ষ্য পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
আজ শনিবার (৮ জুন) বিশ্বকাপের ১৫ তম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে স্কোরবোর্ডে ১২৪ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলতে পেরেছেন পাথুম নিশানকা।
বোলারদের দাপটে ডালাসে বাংলাদেশের স্বস্তি
বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে বোলিংয়ে নেমে এখনও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ। মুস্তাফিজের জোড়া আঘাতের পর এক ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন রিশাদ হোসেন। যদিও ১৫ ওভারে দলীয় রান ১০০ ছাড়িয়েছে শ্রীলঙ্কা।
মুস্তাফিজের জোড়া আঘাত, তবুও ছুটছে শ্রীলঙ্কা
আবারও বোলিংয়ে এসে ব্রেক থ্রু এনে দিলেন মুস্তাফিজুর রহমান। বিদায় করলেন জমে যাওয়া প্রাথুম নিশানকাকে। ৪৭ রানে এই ওপেনারের বিদায়ের পরও ছুটছে শ্রীলঙ্কা। রানের গতি বাড়িয়ে এগিয়ে চলছে লঙ্কানরা। ১১ ওভারে দলীয় রান ৮০ ছাড়িয়েছে হাসারাঙ্গার দল।
প্রথম বলেই মুস্তাফিজের উইকেট, স্বস্তি ফিরল বাংলাদেশের
ওপেনিং জুটি ভাঙার পরও রানের ধার কমেনি শ্রীলঙ্কার। দ্বিতীয় উইকেটে ছুটছিল তারা। উইকেটে জমে গিয়েছিলেন কামিন্দু ও প্রাথুম নিশানকা। অবশেষে বল হাতে নিজের প্রথম ওভারে এসেই এই জুটি ভাঙলেন মুস্তাফিজুর রহমান।
নিজের প্রথম ওভারেই বিদায় করলেন কামিন্দুকে। ৫ বলে ৪ রানের বেশি করতে পারেননি কামিন্দু। যদিও রানের গতি বেশ দ্রুত শ্রীলঙ্কার। ৬ ওভারে দলীয় রান ৫০ ছাড়িয়েছে লঙ্কানরা।
চোট কাটিয়ে ফিরেই তাসকিনের ব্রেক থ্রু
চোটের কারণে বিশ্বকাপ খেলারই কথা ছিল না তাসকিন আহমেদের। সেই তাসকিনই বিশ্বকাপে বাংলাদেশকে এনে দিলেন প্রথম ব্রেক থ্রু। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুশল মেন্ডিসকে বিদায় করে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন এই ডানহাতি পেসার।
নিজের প্রথম ওভারে বল করতে এসে প্রথমে কুশল মেন্ডিসের হাতে দুই চার হজম করেন তাসকিন। তৃতীয় বলেই বাজিমাত। ডানহাতি পেসারের ডেলিভারিতে বোল্ড হয়ে ১০ রানে বিদায় নেন মেন্ডিস।
ফিরেছেন তাসকিন, যেমন হলো বাংলাদেশ একাদশ
বিশ্বকাপের ঠিক মুহূর্তে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝপথে চোট পেয়ে ছিটকে যান তাসকিন আহমেদ। এক পর্যায়ে শঙ্কা জাগে বিশ্বকাপ যাওয়ার সম্ভাবনা নিয়েও। তবে, চোটে পড়া তাসকিনকেই সুস্থভাবে ফিরে পাওয়ার আশায় বিশ্বকাপের দেশে নিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়েছে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তাসকিনকে পেয়েছে বাংলাদেশ। তবে, আরেক পেসার শরিফুল ইসলাম নেই চোটের কারণেই। শ্রীলঙ্কার বিপক্ষে তিন পেসার ও এক লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে একদশ সাজিয়েছে বাংলাদেশ।
ব্যাটিংয়ে বারবার ব্যর্থ হওয়া লিটন দাস ও সৌম্য সরকারেই আস্থা রেখেছে বাংলাদেশ। তবে, ওপেনিংয়ে আছেন তানজিদ তামিম।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগে বোলিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ গড়িয়েছে দিন ছয়েক পার হয়ে গেছে। এরই মধ্যে ম্যাচ হয়ে গেছে ১৪টি। তবে, বাংলাদেশি ভক্তদের বিশ্বকাপ আমেজ শুরু বলা চলে আজ শনিবার (৮ জুন) থেকে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
টেক্সাসের ডালাসের গ্র্যান্ড স্টেডিয়ামে বিশ্বকাপের ১৫তম ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ। টস জিতে যথারীতি আগে বোলিং বেছে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ১২টি ম্যাচের। যার প্রতিটিতেই টস জিতে ফিল্ডিং করা দল সাফল্য পেয়েছে। তাইতো একই পথে হেঁটেছে লাল-সবুজের দলও।