উগান্ডাকে বিশাল হারের লজ্জা দিল ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ ও উগান্ডার মধ্যে শক্তির তফাৎ আকাশ-পাতাল। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতবে, সেটি অনুমিতই ছিল। উগান্ডাকে রীতিমতো উড়িয়ে দিয়েই ম্যাচ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রোববার (৯ জুন) উগান্ডাকে ১৩৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্যারিবিয়ানরা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে দলটি। জবাবে ১২ ওভারে মাত্র ৩৯ রানে অলআউট হয় উগান্ডা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দলীয় সর্বোচ্চ ৪৪ রান করেন জনসন চার্লস। ৪২ বলে তার ইনিংসটি সাজানো ছিল চারটি চার ও দুটি ছক্কায়। আন্দ্রে রাসেলের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ১৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া, নিকোলাস পুরানের ১৭ বলে ২২, অধিনায়ক রবম্যান পাওয়েলের ১৮ বলে ২৩ এবং রাদারফোর্ডের ১৬ বলে ২২ রানের ইনিংসে ভর দিয়ে ক্যারিবিয়ানরা পায় ১৭৩ রানের পুঁজি।
রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উগান্ডার ইনিংস। দুই অঙ্কের রান স্পর্শ করেছেন মাত্র একজন। জুমা মিয়াগির ১৩ ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। শূন্য ও এক রানে তিনজন করে ছয়জন আউট হন। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন একাই ধসিয়ে দেন উগান্ডার ব্যাটিং লাইন আপ। চার ওভারে মাত্র ১১ রানে পাঁচ উইকেট শিকার করেন আকিল।