কানাডাকে অল্পতে আটকে দিল পাকিস্তান
চাপে থাকা পাকিস্তানের বিপক্ষে সুযোগ লুফে নিতে চেয়েছিল কানাডা। তবে, হারিস রউফ-মোহাম্মদ আমিরদের বোলিং টপকে কানাডা পারল না বড় পুঁজি গড়তে। কানাডাকে অল্প রানের মধ্যেই আটকে দিল পাকিস্তান। বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের জন্য মাত্র ১০৭ রানের প্রয়োজন বাবর আজমদের।
নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১০৬ রান সংগ্রহ করেছে কানাডা। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছেন অ্যারন জনসন। ৪৪ বলে তার ইনিংস সাজানো ছিল চারটি করে ছক্কা-চারে। বাকিরা কেউই ২০ এর ঘর পার করতে পারেননি। অধিনায়ক সাদ বিন জাফর থামেন ২১ বলে ১০ রান করে।
বল হাতে পাকিস্তানের হয়ে সমান দুটি করে উইকেট নিয়েছেন আমির ও হারিস রউফ। একটি করে নেন শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ।
এদিন টানা দুই বলে দুই উইকেট শিকারের মধ্যে দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে পৌছান পাকিস্তানি পেসার হারিস রউফ। দেশের হয়ে টি-টোয়েন্টিতে একশ উইকেট শিকারিদের তালিকায় তৃতীয় দ্রুততম হারিস।
হারলেই বিদায় নিশ্চিত। জিতলে টিকে থাকবে সুপার এইটে যাওয়ার ক্ষীণ আশা। এমন সমীকরণের ম্যাচে আজ মঙ্গলবার কানাডার মুখোমুখি হয়েছে পাকিস্তান।
নাসাউতে ম্যাচটিতে কানাডার বিপক্ষে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস ভাগ্য জিতে বেছে নেন বোলিং।
বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছেন বাবর আজমরা। এরপর ভারতের কাছে হেরে সুপার এইটে ওঠাই এখন যদি-কিন্তুর ওপর নির্ভর করছে।
এমন চাপের মুখে থাকা পাকিস্তান আজ মঙ্গলবার মোকাবিলা করছে কানাডাকে। টানা দুই হারে আত্মবিশ্বাস হারানো পাকিস্তান কি পারবে কানাডার পরীক্ষায় পাশ করতে? সেই উত্তর পাওয়ার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।