ডাচ পরীক্ষায় অপরিবর্তিত বাংলাদেশ
জিতলেই সুপার এইটের যাওয়ার পথ সহজ হবে। হারলে বাদ পড়ার আশঙ্কা। এমন সমীকরণের ম্যাচে আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নোস ভ্যালি স্টেডিয়ামে ম্যাচটিতে একাদশে কোনা পরিবর্তন ছাড়াই ডাচ পরীক্ষায় নেমেছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের ম্যাচের একাদশ নিয়েই আজ লড়বে বাংলাদেশ। অন্যদিকে নেদারল্যান্ডস একাদশে এক পরিবর্তন এনেছে। ব্যাটসম্যান তেয়া নিদামাউনুরুর জায়গায় ফেরানো হয়েছে অফ স্পিনার আরিয়ান দত্তকে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ হেরেছে পরেরটিতে। এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান টেবিলের দ্বিতীয়তে। নেদারল্যান্ডসও সমান একটি জয়-পরাজয়ে পেয়েছে দুই পয়েন্ট। সেক্ষেত্রে দুদলের জন্যই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। সুপার এইটে যেতে হলে দুদলকেই জিতবে হবে এই পরীক্ষায়।
বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে কিংসটাউনের আর্নোস ভ্যালিতে প্রায় ১০ বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। এই মাঠে এমনকি অনুষ্ঠিত হয়নি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ। লম্বা সময় পর ভেন্যুটির প্রাণ ফেরাতে মাঠে নেমেছেন দুদলের ক্রিকেটাররা।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
নেদারল্যান্ডস একাদশ
মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সিব্রান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।