ঈদের দিন দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান সাকিব
নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের পথে বাংলাদেশ। শেষ আট নিশ্চিতের মিশনে আগামী সোমবার বাংলাদেশ সময় ভোরে গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে নাজমুল শান্তর দল। সেই ম্যাচে জিতে দেশবাসীর ঈদ আনন্দ বাড়িয়ে দিতে চান অলরাউন্ডার সাকিব আল হাসান।
আগামী সোমবার (১৭ জুন) বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সময় ওইদিন ভোরেই নেপালের বিপক্ষে রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। ওই ম্যাচে পরাজয় এড়াতে পারলেই ২০০৭ সালের পর আবার সুপার এইটে নাম লেখাবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরের দেশে সেদিন নেপালকে হারিয়ে ঈদ উৎসবে বাড়তি মাত্রা যোগ করার আশা সাকিবের।
এই বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই নেপালের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের। জিততে পারলে দ্বিতীয় রাউন্ডে যাব আমরা। যা আমদের জন্য অনেক বড় অর্জন হবে। আমরা সেই ম্যাচের জন্য মুখিয়ে আছি। যেহেতু ঈদের দিন, আমরা যারা মুসলমান আছি তাদের জন্য অনেক আনন্দের দিন। আর বাংলাদেশের প্রায় সব ধর্মের মানুষেরাই সেই দিনটি উদযাপন করে। ঈদের দিনে তাদের মুখে হাসি ফোটাতে পারব বলে আশা করছি।’
এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি সাকিব আল হাসান। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেই খেলেন ৪৬ বলে ৬৪ রানের হার না মানা এক ইনিংস। নেপালের বিপক্ষেও এমন পারফরম্যান্সের ধারা অব্যাহত থাকবে সাকিবের, এমনটাই প্রত্যাশা ভক্তদের।