বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-কানাডা ম্যাচ
একই মাঠে একদিন আগে পরিত্যক্ত হয়েছিল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্কে আজ শনিবার (১৫ জুন) ফের বৃষ্টিতে বাতিল হলো আরেকটি ম্যাচ। ‘এ’-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে এখানে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-কানাডার। কিন্তু, বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
টানা তিন ম্যাচ জিতে গ্রুপের শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে ভারত। গ্রুপসেরা হিসেবে জায়গা করে নিয়েছে সুপার এইটে। অন্যদিকে, বিদায় নিশ্চিত হয়েছে কানাডার। ম্যাচটি তাই ছিল নিয়মরক্ষার। কারণ, এ ম্যাচের ফলাফল পয়েন্ট টেবিলে কোনো প্রভাব ফেলত না। এ গ্রুপ থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠেছে যুক্তরাষ্ট্র।
ভারত-কানাডা ম্যাচে কোনো বলই মাঠে গড়ায়নি। এমনকি হয়নি টস। একই ব্যাপার ঘটেছিল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচে। আজও কয়েক দফায় ম্যাচ অফিসিয়ালরা মাঠ পর্যবেক্ষণ করেছেন। পিচের পরিস্থিতি খেলার উপযোগী না হওয়ায় শেষমেশ খেলা বাতিল করা ছাড়া উপায় থাকেনি আম্পায়ারদের। এতে ভারত-কানাডা দুদলই পেয়েছে একটি করে পয়েন্ট।
গ্রুপপর্বের চার ম্যাচ শেষে ভারতের পয়েন্ট সাত। দুইয়ে থাকা যুক্তরাষ্ট্রের পয়েন্ট সমান খেলায় পাঁচ। এদিকে, একই গ্রুপে থাকা পাকিস্তানকে বিদায় নিতে হয়েছে। গতবারের রানার্সআপরা এবার প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার লজ্জায় পড়েছে। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্রের কাছে হেরে জন্ম দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটনের। যা নিয়ে হয়েছে বিস্তর সমালোচনা।