বাংলাদেশকে হারানোর হুঙ্কার নেপালের, সাকিবকে নিয়ে গোপন পরিকল্পনা
নেপালের বিপক্ষে এর আগেও খেলেছে বাংলাদেশ। তবে, আগামীকালের ম্যাচের আবহ অন্য যে কোনোবারের চেয়ে আলাদা। সান্ত্বনার জয়ের খোঁজে নেপাল, আর বাংলাদেশ মাঠে নামবে সুপার এইটে ওঠার লক্ষ্যে। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। অবশ্য, এই ম্যাচের আগে বাংলাদেশকে হারানোর হুঙ্কার দিয়ে রেখেছে নেপাল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পরই বাংলাদেশকে হারানোর হুঙ্কার দেন নেপালের অধিনায়ক রোহিত পাওডেল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সুপার এইটের অঙ্কটা জানতাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারলে বাংলাদেশের সাথে ম্যাচটা নক আউট হতো। এটা যেহেতু হয়নি, পরের ম্যাচ গর্বের জন্য খেলব। আমরা টেস্ট খেলুড়ে একটি দেশকে হারাতে চাই।’
সরাসরি বাংলাদেশের নাম না বললেও রোহিত যে বাংলাদেশকে ইঙ্গিত করেছেন তা স্পষ্ট। রোহিতের পর এবার প্রধান কোচ মন্টি দেসাইও একই বার্তা দিলেন। ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘যখন এখানে আসলাম, আমরা ভেবেছি এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী পরিবর্তন আসবে। আমাদের দলে এমন কেউ আছে কিনা যার জন্য পরিবর্তন আনা যায়। এখানে আমাদেরকে বাংলাদেশের কী আছে তা নিয়েও হোমওয়ার্ক করতে হবে। ফলে আমাদের মানসিকভাবে শক্ত থেকে সেরা একাদশ নিয়ে নামতে হবে এবং ম্যাচ জিততে হবে।’
এছাড়াও সাকিবকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আসলে টি-টোয়েন্টিতে অনেক তথ্য পাওয়া যায়। সবারই প্ল্যান থাকবে। সাকিব আল হাসানের অনেক অভিজ্ঞতা আছে। ৩০০ এর চেয়ে বেশি ম্যাচ খেলেছে, সব ফরম্যাটে খেলেছে। দলটির নেতা বলা যায়। আমরা দক্ষিণ আফ্রিকার ভালো ব্যাটারদের বিপক্ষে উইকেট তুলেছি। সাকিব আল হাসানের বিরুদ্ধে কী প্ল্যান আছে আমি তা বলব না, তবে অবশ্যই অনেক প্ল্যান রয়েছে।’