যে মন্ত্র জয় এনে দিতে পারে বাংলাদেশকে!
বিশ্বকাপ শুরুর আগেও সমালোচিত হচ্ছিল বাংলাদেশ দল। মায়ের দোয়া ক্রিকেট টিম বলে সামাজিক যোগাযোগমাধ্যমে কম হাস্যরস হয়নি। এতটাই যে, ক্রিকেটাররা পর্যন্ত সেটি নিয়ে কথা বলেছিলেন। সাকিব আল হাসান বলেছিলেন, মায়ের দোয়া নামটা তো খারাপ না। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতেই বদলে গেছে বাংলাদেশ দলের পরিস্থিতি।
যাদের গ্রুপপর্ব থেকেই বাদ দিয়ে দিচ্ছিলেন ভক্তরা, তারা এখন স্বপ্ন দেখছেন সুপার এইটের। স্বপ্ন বাস্তবায়নের খুব কাছাকছি বাংলাদেশ দলও। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামীকাল সোমবার (১৭ জুন)। নেপালকে হারাতে পারলেই নিশ্চিত হবে সুপার এইট। অর্থাৎ, নাজমুল হোসেন শান্তদের প্রয়োজন কেবল একটি জয়।
বিশ্বকাপ শুরুর আগে লাল-সবুজের প্রতিনিধিদের ভুগিয়েছিল ব্যাটিং। টপ অর্ডারের ব্যর্থতা এখনও ঢাকেনি। তিন ম্যাচ শেষ করেও লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল শান্তর সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। তামিম অবশ্য সর্বশেষ ম্যাচে খোলস ছেড়ে অনেকটাই বের হতে পেরেছেন। টপ অর্ডারের ব্যর্থতা ঢাকা পড়েছে প্রথম দুই ম্যাচে মাহমুদউল্লাহ ও তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ে। তৃতীয় খেলায় দলকে ব্যাট হাতে টেনেছেন সাকিব আল হাসান।
নেপাল ম্যাচে জয় পেতে বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে জ্বলে উঠতে হবে। খেলতে হবে দায়িত্ব নিয়ে। বোলাররা নিজেদের দায়িত্ব পালন করছেন ঠিকমতো। আরও একদিন নিতে হবে দায়িত্ব।কিংসটাউনের আর্নোস ভেল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। উইকেট ছিল যথেষ্ট ব্যাটিং সহায়ক। একই মাঠে পরের ম্যাচে তাই ব্যাটারদের দায়িত্ব নিতে হবে আবার। আত্মবিশ্বাসী বাংলাদেশের জন্য তার চেয়ে বেশি বোধহয়
প্রয়োজন, দলগত পারফরম্যান্স। যা এনে দিতে পারে কাঙ্খিত জয়। যে জয় বাংলাদেশকে নিয়ে যাবে সুপার এইটে।