বাদ তাসকিন, একাদশে এক পরিবর্তন
সুপার এইটের শুরুটা হয়েছে হার দিয়ে। টিকে থাকতে জয় ছাড়া বিকল্প নেই। এমন ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এমন ম্যাচে একাদশে এক পরিবর্তন এনে মাঠে নেমেছে বাংলাদেশ।
একাদশে এসেছেন জাকের আলি অনিক। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।
অ্যান্টিগায় হাইভোল্টেজ ম্যাচটিতে ভারতের বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ। টসের ভাগ্য জিতে আগে বোলিং বেছে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শক্তির পার্থক্য, র্যাঙ্কিংয়ে অবস্থান, সঙ্গে ইতিহাস-ঐতিহ্যকে বিবেচনায় নিলে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবধান পাহাড়সম। তবে, গত কয়েক বছরের মুখোমুখি লড়াইয়ে দৃষ্টি ফেরালে অন্যরকম এক চিত্রই ফুটে ওঠে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিবেশি দুই দেশের মুখোমুখি লড়াই রোমাঞ্চ ছড়িয়েছে।
ভারতের কাছে টুর্নামেন্ট শুরুর আগেই প্রস্তুতি ম্যাচে হেরেছিল লাল-সবুজের দল। তবে, সুপার এইটে এই ভারতই হতে পারে বাংলাদেশের বাদ পড়ার কারণ। আজ ভারতের কাছে হারলেই সুপার এইটে বাংলাদেশের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যাবে। তাই বিশ্বকাপে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ জয় চাই বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলি অনিক, লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও শেখ মেহেদি।