বড় পুঁজির আশায় ভারত, বাংলাদেশ খুঁজছে উইকেট
আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চড়াও ভারত। মাঝপথে রানের গতি কমলেও বড় পুঁজির আশাতেই লড়ছে ভারত। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য উইকেট। ভারতকে দ্রুত আটকে লক্ষ্যটা নিজেদের নাগালে রাখতে লড়ছে নাজমুল হোসেন শান্তর দল। ১৫ ওভারে দলীয় রান ১৩৫ ছাড়িয়েছে রোহিত শর্মার দল।
কোহলি-সূর্যকে বিদায় করে তানজিমের জোড়া শিকার
উইকেটে এসে শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন বিরাট কোহলি। পাওয়ার প্লেতে তিনিই দেখান ব্যাটের পাওয়ার। অবশেষে জমে যাওয়া কোহলিকে বোল্ড করে ফেরালেন তানজিম সাকিব।
৩৭ রান করে কোহলি ফিরলে সূ্র্যকুমার যাদবকেও টিকতে দেননি তানজিম। উইকেটে এসে তানজিমকে ছক্কা হাঁকানোর পরের বলেই আউট হন সূ্র্যকুমার যাদব। ৯ ওভারে শেষে দলীয় রান ৭৯ তে আছে ভারত।
রোহিতকে বিদায় করে স্বস্তি দিলেন সাকিব
পিচ ব্যাটিং সহায়ক হলেও টস জিতে বাংলাদেশ বেছে নেয় বোলিং। আগে ব্যাটিংয়ে নেমেই ঝড়ো শুরু করেছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি মিলে শুরুর জুটিতেই ৩৯ রান।
চড়াও হওয়া এই জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন সাকিব আল হাসান। ১১ বলে ২৩ রান করা রোহিতকে জাকেরের হাতে ক্যাচ বানিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন সাকিব।
ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
ক্রিকেটের গন্ডিতে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ভারত। তবুও বাংলাদেশ-ভারত লড়াইয়ের কথা যখন আসে তখন ঢাকা পড়ে যায় অতীত পরিসংখ্যান। বরং পরিসংখ্যান ছাপিয়ে ম্যাচের আগে চলে কথার লড়াই। ম্যাচ জুড়ে থাকে উত্তেজনার চাপ। থাকে ভক্তদের প্রত্যাশা। তাই, বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়েও তুমুল আগ্রহ ভক্তদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে আজ শনিবার (২২ জুন) মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশি দেশ।
অ্যান্টিগায় হাইভোল্টেজ ম্যাচটিতে ভারতের বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ। টসের ভাগ্য জিতে আগে বোলিং বেছে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাদ তাসকিন, একাদশে এক পরিবর্তন
সুপার এইটের শুরুটা হয়েছে হার দিয়ে। টিকে থাকতে জয় ছাড়া বিকল্প নেই। এমন ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এমন ম্যাচে একাদশে এক পরিবর্তন এনে মাঠে নেমেছে বাংলাদেশ।
একাদশে এসেছেন জাকের আলি। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।
অ্যান্টিগায় হাইভোল্টেজ ম্যাচটিতে ভারতের বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ। টসের ভাগ্য জিতে আগে বোলিং বেছে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলি, লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও শেখ মেহেদি।