আফগানদের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ
কয়েক ঘণ্টা আগেই সেন্ট ভিনসেন্টে ইতিহাস গড়েছে আফগানিস্তান। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার হারিয়েছে অস্ট্রেলিয়াকে। সেটাও আবার বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টে। এমন ম্যাচের পর এবার আফগানদের ডাকছে নতুন রূপকথা। তাদের সামনে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে পারলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে খেলবে রশিদ খানের দল।
বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে আজ রোববার অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছে আফগানিস্তান। সেমিফানাইলে যেতে হলে পরের ম্যাচে বাংলাদেশকেই হারাতেই হবে আফগানিস্তানের।
একদিকে বাংলাদেশকে যদি আফগানরা হারায়, অন্যদিকে অস্ট্রেলিয়াও যদি ভারতের কাছে হেরে যায় তাহলে সহজেই সেমির টিকিট পাবেন রশিদ খানরা।
যদি ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে মেলাতে হবে সমীকরণ। সেক্ষেত্রে সেমিতে যেতে হলে রান রেট দিয়ে অসিদের টপকাতে হবে আফগানিস্তানের।
এই জন্য বাংলাদেশের বিপক্ষে অবশ্যই বড় ব্যবধানে জিততে হবে আফগানিস্তাকে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে আফগানরা। যদিও তাদের আর অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান দুই। প্রথম ম্যাচে তারা ভারতের কাছে বড় ব্যবধানে হারায় পিছিয়ে গেছে রান রেটে। দুই ম্যাচ করে খেলার পর অস্ট্রেলিয়ার নেট রানরেট +০.২২৩ আর আফগানিস্তানের রানরেট -০.৬৫০। তাই বাংলাদেশকে বড় ব্যবধানে হারালেই সহজেই শেষ চারের টিকিট পেয়ে যাবে রশিদ খানের দল।