আবারও সাকিবের সমালোচনায় মাতলেন শেবাগ
এবারের বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি সাকিব আল হাসানের। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ ছাড়া অন্য সবগুলো ম্যাচেই চিরচেনা সাকিবকে পাওয়া যায়নি। তার এমন অফফর্মের কারণে কড়া সমালোচনা করেছিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। যা নিয়ে কম আলোচনা হয়নি। এবার ভারতের বিপক্ষে হারের পর ফের একবার সাকিবের সমালোচনায় মাতলেন শেবাগ।
ভারতের বিপক্ষে ম্যাচে ৫০ রানে হেরেছে বাংলাদেশ। তবে, সেই ম্যাচে খরুচে বোলিংয়ের পর ব্যাট হাতে সাকিবের দৃষ্টিকটু আউট নিয়ে উঠেছে প্রশ্ন। এই ম্যাচে ৭ বলে ১১ রান করে আউট হয়ে যান সাকিব। অথচ অপরপ্রান্তে সেট ব্যাটার নাজমুল হোসেন শান্ত ছিলেন। কিন্তু সাকিবের ব্যাটে যেন দেখেশুনে খেলার কোনো বালাই ছিল না।
এমন ব্যাটিংয়ের সমালোচনা করে শেবাগ ক্রিকবাজকে বলেন, ‘ক্রিজে যখন একজন সেট ব্যাটসম্যান থাকে, তখন আপনার উচিত ছিল তাকে সহায়তা করা। মাঠে কিছুটা সময় টিকে থাকা। যাতে ম্যাচ বের করে নেওয়া যায়। কিন্তু তা-না করে আপনি ৭ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন। ব্যাপারটা আমার ঠিক বুঝে আসেনি।’
শেবাগ আরও যোগ করেন, ‘সাকিব বেশ অভিজ্ঞ প্লেয়ার। কিন্তু অভিজ্ঞতার সর্বোচ্চ ব্যবহার কি তিনি করছেন? নাকি এসবকে পাত্তাই দিচ্ছেন না। নাকি এটা ভেবেছে যে, লক্ষ্য তো অনেক বড়। মাত্র একটা ছক্কা মারলাম, এবার প্রতি বলেই ছক্কা মারব। ঠিক এ কারণেই আমি বলেছিলাম, ওর এখন তরুণ খেলোয়াড়দের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত।’