হাথুরুসিংহে অধ্যায়ের সমাপ্তি কবে, জানাল বিসিবি
গত আগস্টে পাকিস্তানে প্রথম টেস্ট চলাকালে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের বক্তব্যে জোরালো গুঞ্জন ওঠে, চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শেষ হতে যাচ্ছে। তবে, পাকিস্তান সিরিজে সফলতা মেলায় হাথুরুসিংহেকে নিয়ে সেসময় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। যদিও লঙ্কান এই কোচকে নিয়ে ভাবনা বদলায়নি বিসিবির। খুব শীঘ্রই চাকরি হারাতে পারেন হাথুরুসিংহে, এমনটাই জানিয়েছেন বিসিবিপ্রধান।
আজ সোমবার (৭ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে চন্ডিকা হাথুরুসিংহের বিদায় প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘এখনও হাথুরুর চুক্তির মেয়াদ ৬ মাস বাকি। আমাদের এখনও সামনে তিনটা সিরিজ আছে। আমরা চেষ্টা করছি বিকল্প খোঁজার। আমরা কিন্তু হুট করেই কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তবে, এটা বলতে পারি যে খুব শীঘ্রই আপনারা এই বিষয়ে ফলাফল দেখতে পারবেন।’
হাথুরুসিংহের সঙ্গে বিসিবির চুক্তি আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। বিসিবি যদি তার আগেই তাকে বিদায় করতে চায়, সেক্ষেত্রে চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ হিসেবে হাথুরুসিংহেকে তখন তিন মাসের বেতন দিতে হবে বিসিবিকে। আয়করসহ যা সব মিলিয়ে এক লাখ মার্কিন ডলারের ওপরে পড়বে। সেই বিষয়টি মাথায় নিয়েই হয়তো আপাতত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বোর্ড।
২০১৭ সালে নিজ দেশ শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের চাকরি নিয়ে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছিলেন হাথুরুসিংহে। ২০২৩ সালে আবারও বিতর্কিত কোচকে নিয়োগ দেন সদ্যসাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান। দায়িত্ব নেয়ার পর সেই সময়ের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সরাসরি ঝামেলায় জড়ান এ কোচ। তামিম বাধ্য হন অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিতে। অবশ্য তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও ক্রিকেটে ফেরেন তারকা ওপেনার। তবে জাতীয় দল থেকে বিরতিতে চলে যান।