বিপিএলে এবার ভালো কিছুর প্রত্যাশা রংপুরের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে এই নিলাম অনুষ্ঠান। দেশি-বিদেশিদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ একটি গঠন করেছে বিপিএলের অন্যতম সফল দল রংপুর রাইডার্স।
নিলাম শেষে রংপুর কর্তৃপক্ষ আশা করছে অন্য যেকোনো সময়ের চেয়ে এবারের আসর ভালো হওয়ার। দলটির ম্যানেজার শাহরিয়ার তানভীর বলেন, ‘আলহামদুলিল্লাহ এবারের নিলামটা সফল। আমাদের স্কোয়াড নিয়ে আমরা খুশি। কম্বিনেশন অনুসারে আমরা দলটা গঠন করতে পেরেছি। পুরো সিজনে বিদেশি ক্রিকেটারদের পাওয়া কঠিন। আগেও এর জন্য ভুগেছি। গতবছর থেকে এবার বিপিএল ভালো হবে বলে মনে হয়।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও চমৎকার সাড়া ছিল বলে জানান রংপুর ম্যানেজার। আগের চেয়ে এবার যোগাযোগও করেছে বেশি। বিসিবির সঙ্গে আলাপ-আলোচনা বজায় ছিল বলে জানান তিনি। যা ইতিবাচক।
তানভীর বলেন, ‘বিসিবি আগের চেয়ে বেশি যোগাযোগ করেছে আমাদের এটি আমাদের সাহায্য করেছে। সবার সঙ্গে আমাদের সম্পর্কও চমৎকার। এবার ভালো কিছুর প্রত্যাশা করা যেতেই পারে।’
রংপুর রাইডার্সের স্কোয়াড
দেশি খেলোয়াড় : নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান।
বিদেশি খেলোয়াড়: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।