ওয়েস্ট ইন্ডিজের পথে সৌম্য-সোহানরা, লক্ষ্য গ্লোবাল টি-টোয়েন্টি
নভেম্বরের শেষ দিকে শুরু হবে গায়ানা গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে খেলবে রংপুর রাইডার্স। বিভিন্ন দেশের ক্লাব নিয়ে হতে চলা আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রংপুর। টুর্নামেন্টে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজে রওনা দিয়েছে দলটি। রংপুরের জার্সিতে খেলবেন সৌম্য সরকার, নুরুল হাসান, সোহান, সাইফউদ্দিনরা।
টুর্নামেন্টে ভালো করার বিষয়ে আশাবাদী রংপুরের অধিনায়ক সোহান। তার মতে এটি খেলোয়াড়দের জন্য বড় সুযোগ। দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি দল বিদেশে টুর্নোমেন্ট খেলতে যাওয়া অনেক বড় বিষয় মনে করেন সোহান।
টুর্নামেন্ট নিয়ে সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় আমাদের খেলোয়াড়দের জন্য এটি বড় সুযোগ। এমন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে অংশ নেওয়া ইতিবাচক। দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটি অনেক বড় ব্যাপার। আমাদের জায়গা থেকে চেষ্টা করব শতভাগ দেওয়ার, ভালো কিছু করার। যাতে, ভবিষ্যতে আমাদের ক্রিকেটের ভালোর জন্য এমন সুযোগ আরও আসতে পারে।’
এর আগে রংপুরের সহকারি কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। ফাইনালে উঠতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজেদের সেরাটাই দেব। জানি এটি খুব কঠিন পথ। আমি মনে করি, সবাই যদি দল হিসেবে খেলতে পারি তাহলে ফাইনাল খেলা সম্ভব। রংপুরের সেই সামর্থ্য আছে। আমাদের দল বেশ ভারসাম্যপূর্ণ।’
আগামী ২৭ নভেম্বর থেকে প্রথমবারের মত টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে। ৭ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসর।