চট্টগ্রাম টেস্টের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
রাত পোহালে শুরু চট্টগ্রাম টেস্ট। ঢাকা টেস্টে হারের হতাশা ভুলতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এর মধ্যেই এলো দুঃসংবাদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেলেন ব্যাটার জাকের আলী অনিক। চোটের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে স্কোয়াড থেকে। আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে আজ সোমবার (২৮ অক্টোবর) বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে সাদা পোশাকে অভিষিক্ত হন জাকের আলী। প্রথম ইনিংসে ভালো না করলেও দ্বিতীয় ইনিংসে খেলেন ৫৮ রানের ইনিংস। পরিস্থিতি অনুযায়ী যে ইনিংস বাংলাদেশকে দেখায় আশার আলো। দ্বিতীয় টেস্টে তার না থাকাটা তাই দলের জন্য খারাপ খবরই বটে।
চট্টগ্রাম টেস্টে জাকেরের পরিবর্তে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ২৫ বছল বয়সী অঙ্কনও জাকেরের মতো উইকেটরক্ষক ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে চেনা মুখ হলেও টেস্ট ক্রিকেটে এখনও অভিষিক্ত হননি তিনি।
জাকেরের না থাকা ও অঙ্কনের স্কোয়াডে আসা নিয়ে বিসিবি তাদের বিবৃতিতে জানায়, অনুশীলন করতে গিয়ে আঘাত পান জাকের। এর আগেও চোটের সমস্যা ছিল তার। চিকিৎসকরা পর্যবেক্ষণ শেষে জানিয়েছেু, তার সেরে উঠতে সময় লাগবে। আপাতত দ্বিতীয় টেস্ট খেলার মতো অবস্থায় নেই জাকের। তার জায়গায় স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অঙ্কন।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।