বিশ্বকাপে গিয়ে হকি দল পেল ৫ লাখ টাকার পুরস্কার
বাংলাদেশের হকির ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে যাচ্ছে কোনো দল। যুব হকির বিশ্বকাপে মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে বসবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ দলের এমন সাফল্যে হকি ফেডারশন থেকে খেলোয়াড়দের দেওয়া হয়েছে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার।
ওমানে যুব এশিয়া কাপ শেষে আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকায় পা রাখে হকি দল। সেখান থেকে বিমানবাহিনীর ফ্যালকন হলে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। অনুষ্ঠানে বাহফের সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুরো দলের জন্য পাঁচ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন।
বৈশ্বিক অঙ্গনে দেশের হকির অন্যতম বড় অর্জন এটি। বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলের কোচ মওদুদুর রহমান বলেন, ‘এই দলটা চমৎকার। খেলোয়াড়দের মধ্যে ভালো করার তাড়না আছে। একদিনে হয়তো বড় কিছু হবে না। তবে, ঠিকভাবে দেখভাল করলে একদিন হয়তো বাংলাদেশকে মূল বিশ্বকাপে নিয়ে যাবে দলটি।’
যুবাদের সাফল্যে উচ্ছ্বসিত বাহফে সভাপতি হাসান মাহমুদ বলেন, ‘বিশ্বকাপের আগে এই দলকে তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা ক্যাম্পের আয়োজন করার চেষ্টা করব। লিগ ও নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের চেষ্টাও থাকবে।’