চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কোথায়
অনিশ্চয়তা আর অপেক্ষার পর অবশেষে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। আটটি দলকে দুই গ্রুপে ভাগ ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও দুবাইতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। চলুন এক নজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক সূচি ঘোষণা করে আইসিসি। সূচি অনুযায়ী, ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। ৯ মার্চ ফাইনালের ভেন্যু লাহোর। তবে ভারত ফাইনালে উঠলে লাহোরের পরিবর্তে খেলা হবে দুবাইয়ে। সূচিতে বাংলাদেশের জায়গা হয়েছে 'এ' গ্রুপে। সেখানে শান্তদের লড়তে হবে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, দুবাইতে। দ্বিতীয় ম্যাচ রাওয়ালপিন্ডিতে, ২৪ ফেব্রুয়ারি। আর ২৭ ফেব্রুয়ারি গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।
আইসিসি জানিয়েছে, প্রথম সেমিফাইনালে ভারত থাকবে (যদি উঠতে পারে) এবং ম্যাচটি খেলা হবে দুবাইয়ে। একইভাবে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তান থাকবে (যদি উঠতে পারে) এবং খেলা লাহোরে হবে। যেহেতু ভারত–পাকিস্তান গ্রুপ পর্বেই একবার মুখোমুখি হবে, তাই ফাইনালের আগে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই।
এবারের চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে শর্তের মেয়াদ শুরু হচ্ছে। এরপর আগামী বছর ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালে ছেলেদের টি–টোয়েন্টি বিশ্বকাপেও শর্তটি কার্যকর হবে। ২০২৬ ছেলেদের টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক শ্রীলঙ্কা ও ভারত। ২০২৮ মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপেও শর্তটি কার্যকর হবে। আইসিসির পরবর্তী ইভেন্ট–চক্রে এটি হবে প্রথম টুর্নামেন্ট, যেটির আয়োজক পাকিস্তান।