বিপিএলে সাকিব খেলতে না পারায় হতাশ সুজন
দুবার চ্যাম্পিয়ন, চারবার টুর্নামেন্টসেরা—বিপিএলে সাকিব আল হাসানের গুরত্ব বোঝাতে এই পরিসংখ্যানগুলোই যথেষ্ট। দেশের সেরা এই টুর্নামেন্টের একযুগের ইতিহাসে সাকিব সময়ের সাথে নিজেকে ছাড়িয়ে গেছেন। এমন একজন ক্রিকেটারের বিপিএল খেলতে না পারা হতাশার বলে মনে করেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা ক্যাপিটালসের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সুজন। সাকিব প্রসঙ্গে সুজন বলেন, ‘সাকিব এক নম্বর সেরা প্লেয়ার। সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটাও সত্যি কথা। বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একরকম ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি। রাজনীতি করেছে তার ক্যারিয়ারের শেষ দিকে এসে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবেই। ওর উত্থানটা ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারব না।'
সুজন আরও যোগ করেন, ‘আমার মনে হয় দেশের সবথেকে বড় প্লেয়ার বিপিএল খেলতে পারবে না। এতে প্লেয়াররা অনেক হয়তো হতাশ, সবাই মাইকের সামনে বলতেও পারে না কিন্তু আমি মনে করি যে সব প্লেয়ারের সাথেই সাকিবের বন্ধুত্ব সম্পর্ক ছিল। সাকিব সবসময় সাপোর্ট করে হেল্প করে সবাইকেই। খারাপ লাগছে আর কি এটাই।'
উল্লেখ্য, অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আপাতত সবধরনের ক্রিকেটে বোলিং নিষিদ্ধ সাকিবের। যেহেতু ব্যাটার হিসেবে খেলার সুযোগ রয়েছে, সেই সুযোগটাই কাজে লাগাতে পারত বিপিএলের দল চিটাগং কিংস। তবে, যেহেতু দেশেই আসতে পারছেন না। তাই সাকিবের চিটাগংয়ের জার্সিতে খেলার আশাও ছেড়ে দিয়েছেন ভক্তরা। সহসাই যে দেশে ফেরা হচ্ছে না তার, সেটা তো বলাই বাহুল্য।