শেষ দিনের রোমাঞ্চে ভারতকে হারাল অস্ট্রেলিয়া
টেস্টের ভাগ্য পঞ্চম দিনে নিয়ে যায় ভারত। সুযোগ ছিল ফল বের করার। কিন্তু, ৩৪ রানে সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের শেষ দিনে আজ সোমবার (৩০ ডিসেম্বর) অস্ট্রেলিয়া তুলে নিয়েছে অনায়াস জয়। ভারতকে ১৮৪ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৭৪ রানের জবাবে ভারত থামে ৩৬৯ রানে। ১০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে অসিরা তোলে ২৩৪ রান। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪০। সেটি টপকানো দূরের কথা, কাছাকাছিও যেতে পারেননি রোহিত-কোহলিরা। ১৫৫ রানে গুটিয়ে যান দ্বিতীয় ইনিংসে।
ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। দুই ইনিংসে ৪৯ ও ৪১ রান করার পাশাপাশি নেন ছয় উইকেট। প্রথম ইনিংসে ৮৯ রানে পান তিনটি, দ্বিতীয় ইনিংসে আরও মিতব্যয়ী ও আগ্রাসী। ২৮ রানেই তুলে নেন তিন ভারতীয় ব্যাটারকে।
এর আগে প্রথম ইনিংসে ভারতের পক্ষে সেঞ্চুরি করেন স্টিভেন স্মিথ। তার ব্যাট থেকে আসে ১৪০ রান। জবাবে ভারতীয় তরুণ নিতিশি কুমার রেড্ডি খেলেন ১১৪ রানের ইনিংস। ১৬২ বলে ৫০ রানের টেস্ট সুলভ চমৎকার ইনিংস উপহার দেন ভারতীয় বোলার ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় ইনিংসে অবশ্য যশস্বী জাইসওয়াল ছাড়া অসি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি ভারতের কেউ। ৮৪ রান করে কামিন্সের শিকার হন তিনি।
পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট শুরু হবে আগামী ৩ জানুয়ারি, সিডনিতে। সেই ম্যাচে ড্র করলেই বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নেবে অস্ট্রেলিয়া।