রোহিতবিহীন ভারতকে অল্পতে গুটিয়ে দিল অস্ট্রেলিয়া
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম ও শেষ টেস্ট শুরু হয়েছে আজ শুক্রবার (৩ জানুয়ারি) থেকে। ম্যাচের আগে আলোচনায় ছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার একাদশে না থাকা। এ ম্যাচে ভারতের অধিনায়কত্ব করছেন জাসপ্রীত বুমরাহ। টসের সময় বুমরাহ জানান, দল থেকে বাদ নয়, নিজেই বিশ্রামে গেছেন রোহিত।
ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেন বুমরাহ। তবে, ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি ব্যাটাররা। স্বাগতিক অস্ট্রেলিয়ার বোলিং তোপে প্রথম ইনিংসে ভারত গুটিয়ে যায় মাত্র ১৮৫ রানে। এক উইকেটে ৯ রান নিয়ে প্রথম ইনিংসের প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ১৭৬ রানে পিছিয়ে আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবে দলটি।
বোর্ডার-গাভাস্কার সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ শুরু করে অসিরা। সিডনি টেস্ট ড্র করলেই সিরিজ নিজেদের করে নেবে তারা। এমন ম্যাচে প্রথমে ব্যাট করা ভারতকে শুরু থেকেই চেপে ধরেন স্টার্ক-বোল্যান্ডরা। ইনিংসে ৪৯ রান দিয়ে তিন উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। স্কট বোল্যান্ড তুলে নেন চার ভারতীয় ব্যাটারকে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের শিকার দুটি।
দুই অসি পেসারের তোপে আসা-যাওয়ার মিছিলে থাকে ভারতের ব্যাটাররা। বলার মতো সংগ্রহ করতে পারেননি কেউই। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে ঋষভ পন্তের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ করেন রবীন্দ্র জাদেজা। শেষ দিকে অধিনায়ক বুমরাহর ব্যাট থেকে আসে ২২ রান।