ফাহিমের সাথে দুর্ব্যবহারের অভিযোগ, মুখ খুললেন বিসিবি সভাপতি
বিপিএলের মাঝেই নতুন বিতর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। দুই শীর্ষ কর্তার এমন তিক্ততার খবর মুহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অবশেষে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি নিজে।
গতকাল রোববার দুপুরে (৫ জানুয়ারি) দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে দুর্ব্যবহারের পাশাপাশি স্বাধীনভাবে কাজ করতে না পারার বিষয়টিও উল্লেখ করেন ফাহিম। নিজেদের মধ্যে অমিল থাকতেই পারে, তবে সেসব সংবাদমাধ্যমে চলে আসার ব্যাপারটিকে দোষের মনে করেন বিসিবি সভাপতি।
এই বিষয়ে বিসিবি সভাপতি বলেন, 'সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি ছিল… তখন একটা কথা এসেছে। কার সাথে কী বলেছি… তবে একটা প্রতিষ্ঠানের ভেতর মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। তবে সংবাদমাধ্যমে এগুলো চলে এলে তা দোষের আমি মনে করি। আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিত।'
ফারুক আরও যোগ করেন, ‘পদত্যাগের ইচ্ছা নেই ফাহিমের, '(ফাহিম ভাই) পদত্যাগ করতে চাননি। (তিনি) বলেছেন, কাজ করা কঠিন। পদত্যাগ করতে চান, এমন কিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। যমুনা টিভির সঙ্গেও আমি কথা বলেছি। ফাহিম ভাই আমার সঙ্গে ছিলেন (তখন)। নতুন বোর্ড বলতে তো ফাহিম ভাই আর আমাকেই বোঝায়। বাকি সবাই তো পুরনো। যখন কাজের মাত্রা বেশি আর লোকসংখ্যা কম, তখন অনেক দিকে নজর দিতে হয়। তখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ওই জিনিস থেকেই উনি হয়তো চিন্তা করেছেন, কাজ ঠিকমতো করতে পারছেন না।'
বিসিবিপ্রধান আরও জানান, 'ফাহিম ভাই আমার বয়োজ্যেষ্ঠ, সিনিয়র মানুষ। আমারও সিনিয়র খেলোয়াড়। আমার অনেক সিনিয়র (তিনি)। সেদিক বিবেচনা করে উনি হয়তো মনঃক্ষুণ্ণ হয়েছেন। ফাহিম ভাই আর কোনো কথা বলতে চাননি। আমার পাশেই ছিলেন। মোট কথা, আমরা সমস্যার সমাধান করেছি।'
এর আগে, উক্ত চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘ওরকম একটা মন্তব্য… আমি স্পেসেফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়ত আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না। আমি জানিনা কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে। তবে আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে।’