পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক না পেয়ে হতাশ গাভাস্কার
অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালান বোর্ডার ও ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কারের নামেই দুই দলের টেস্টে সিরিজের ট্রফির নাম রাখা হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তবে, সিডনি টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা হয়নি গাভাস্কারকে। যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
গতকাল রোববার (৫ জানুয়ারি) ভারতকে ৬ উইকেটে হারিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজ কামিন্সের দল জিতে নেয় ৩-১ ব্যবধানে। অজি অধিনায়ক প্যাট কামিন্সের হাতে এই ট্রফি তুলে দেন অ্যালান বোর্ডার। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন গাভাস্কার।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিজবাজকে গাভাস্কার বলেন, ‘আমাকে পুরস্কার বিতরণীর জন্য ডাকা হয়নি। অবশ্যই সেখানে থাকতে পারলে আমার ভালো লাগত। এটা বোর্ডার-গাভাস্কার ট্রফি, অস্ট্রেলিয়া ও ভারতের টেস্ট সিরিজ। আমি তো এখানে মাঠেই আছি। অস্ট্রেলিয়া জিতেছে, পুরস্কার বিতরণীর ক্ষেত্রে এটা আমার কাছে ব্যাপার নয়। তারা ভালো ক্রিকেট খেলেছে, তাই তারা জিতেছে। এটা ঠিক আছে। একজন ভারতীয় হওয়ার কারণে আমি ট্রফি দিতে পারিনি । আমার ভালো বন্ধু অ্যালান বোর্ডারকে সঙ্গে নিয়ে ট্রফি দিতে পারলে ভালো লাগত।’
গাভাস্কার আরও যোগ করেন, ‘পরিস্থিতি কী হতে পারে, তা আমাকে সিডনি টেস্ট শুরুর আগমুহূর্তে জানানো হয়েছে। আমাকে বলা হয়েছিল, ভারত যদি সিরিজ জিততে অথবা ড্র করতে না পারে, তাহলে আমাকে দরকার নেই। এ নিয়ে আমার দুঃখ নেই। তবে আমি কিছুটা বিব্রত। এটা বোর্ডার–গাভাস্কার ট্রফি, দুজনেরই সেখানে থাকা উচিত ছিল।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও ভারতের টেস্ট সিরিজের নাম বোর্ডার-গাভাস্কার ট্রফি করা হয় ১৯৯৬-৯৭ মৌসুমে। তখন থেকে দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ হয়েছে ১৭টি। সবশেষ ২০২৩ সালে দেশের মাটিতে সিরিজ জিতেছিল ভারত। সেসময় বোর্ডার ভারতে না থাকায় আহমেদাবাদে জয়ী অধিনায়ক রোহিত শার্মার হাতে ট্রফি তুলে দিয়েছিলেন গাভাস্কার। তবে গাভাস্কারকে আমন্ত্রণ না জানানো যে ভুল ছিল, সেটা স্বীকার করে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।