রাজশাহীকে হারাতে বরিশালের প্রয়োজন ১৬৯ রান
সিলেট পর্বের প্রথম দিনের প্রথম ম্যাচ দেখেছিল রানের পাহাড়। ঝরেছিল ছক্কার বৃষ্টি। দ্বিতীয় ম্যাচে অবশ্য তুলনামূলক কম রান হয়েছে। আজ সোমবার (৬ জানুয়ারি) ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে চার উইকেটে ১৬৮ রান তোলে রাজশাহী।
ওপেনিং জুটিতে খুব একটা বড় জুটি করতে পারেনি রাজশাহী। মোহাম্মদ হারিসের ইনিংস থামে ১৬ বলে ২২ রান তুলে। তাকে বোল্ড করেন তানভীর ইসলাম। আরেক ওপেনার জিসান আলমের ইনিংসটা বেশ আশা জাগানিয়া ছিল। ২৭ বলে সমান তিনটি করে চার ও ছক্কায় ৩৮ রান আসে জিসানের ব্যাট থেকে। তাকে প্রিতম কুমারের ক্যাচ বানিয়ে ফেরান ফাহিম আশরাফ।
রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয় ৩৯ রান করলেও খেলেন ৩৫ বল। শাহীন আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। শেষ দিকে ইয়াসির আলী রাব্বি ব্যাটে ঝড় তোলেন। ২৩ বলে দুটি চার ও তিন ছক্কায় ৩৭ রান করলে রাজশাহীর রানের গতি বাড়ে। শেষ পর্যন্ত দলটি তোলে ১৬৮ রানের মাঝারি সংগ্রহ।
বরিশালের পক্ষে চার ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট পান শাহিন আফ্রিদি। একটি করে উইকেট নেন তানভীর ও ফাহিম, দুজনই দেন ২৭ রান।