টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, অস্ট্রেলিয়াকে হারানোর মন্ত্র জানেন রাবাদা
প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগামী জুনে লডর্সে অনুষ্ঠিতব্য ফাইনালে দারুণ কিছু করতে মুখিয়ে প্রোটিয়ারা। কিভাবে হারাতে হবে অসিদের, তা নাকি ভালো করেই জানা পেসার কাগিসো রাবাদার।
এই বিষয়ে সম্প্রতি রাবাদা বলেন, ‘ফাইনাল এখনও অনেক দূরে, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো বড় উপলক্ষ সবাইকে আগ্রহী করে তোলে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে সবসময়ই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে, কারণ আমরা দুই দলই অনেকটা একইরকম ক্রিকেট খেলি। আমরা আগ্রাসী খেলি এবং তারাও আগ্রাসী থাকবে, আমরা তা জানি। কিন্তু আমরা এটাও জানি, কীভাবে তাদের হারাতে হয়।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে আর কোনো আনুষ্ঠানিক টেস্ট ম্যাচ নেই প্রোটিয়াদের। তাই অনানুষ্ঠানিকভাবে হলেও অন্তত একটি ম্যাচ খেলতে চায় দেশটি। এই বিষয়ে রাবাদার ভাষ্য, ‘হয়তো যুক্তরাজ্যে আয়ারল্যান্ড বা আফগানিস্তানের বিপক্ষে, যেই উন্মুক্ত থাকুক না কেন, একটি টেস্ট ম্যাচ খেলার চেষ্টা করব আমরা। এতে যদি ব্যর্থ হই, আমরা অবশ্যই কয়েকদিন আগে সেখানে যাব এবং ক্যাম্প করব।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে পরিসংখ্যান মন্দ নয় প্রোটিয়াদের। ২০১৬ ও ২০১৭ সালে অসিদের বিপক্ষে সিরিজে দাপুটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে পরিসংখ্যান খুব একটা কাজে লাগে না, তা তো গত দুই আসরের ফাইনাল দেখেই বোঝা গেছে। তবে, এই রাবাদা-কামিন্সদের গতির লড়াই দেখতে মুখিয়ে দর্শকরাও।