চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের ফেরা নিয়ে অপেক্ষা বাড়ল বিসিবির
শীতের সকালে ঢাকা থেকে চায়ের শহর সিলেটে উড়ে এলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। উদ্দেশ্য, তামিম ইকবালের সঙ্গে বৈঠক। সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে দুই দফায় সাবেক এই অধিনায়কের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচক। কিন্তু বৈঠকের পরও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তামিম খেলবেন কি খেলবেন না, এই ইস্যুতে এলো না চূড়ান্ত সিদ্ধান্ত।
বিপিএলে ফর্মে থাকা তামিমকে আইসিসির এই বড় আসরে নিশ্চিতভাবে চাইছে বিসিবি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ফিরবেন কিনা সে ব্যাপারে এখনো মেলেনি উত্তর। সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্রিকেট বোর্ডকে আরও অপেক্ষায় ফেললেন বাঁহাতি ওপেনার। আগামী দুই-তিন দিনের মধ্যে নিজের পরিবার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন বাঁহাতি এ ওপেনার।
তামিমের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল প্রায় চুড়ান্ত করে ফেলেছেন নির্বাচকরা। অপেক্ষা শুধু তামিম ও সাকিব আল হাসানকে নিয়ে। এই দুটি নাম নিয়ে ধোঁয়াশা কাটলে ১২ জানুয়ারি দল ঘোষণা করবে বিসিবি। তার মধ্যে কদিন আগে শোনা যাচ্ছে তামিম নাকি খেলছেন না চ্যাম্পিয়নস ট্রফিতে। সম্প্রতি বিপিএলের দল চিটাগং কিংসের শুভেচ্ছা দূত শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে আসা এক ভিডিওতেও তামিমকে জাতীয় দলে না খেলার ব্যাপারে বলতে শোনা গেছে। তবে, আজ তামিম ও নির্বাচকের আলোচনার পর জানা গেল, এখনো বাংলাদেশি ওপেনারকে পাওয়ার আশা ফুরিয়ে যায়নি।
এ ব্যাপারে গণমাধ্যমকে প্রধান নির্বাচক বলেছেন, 'দেখুন তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আপনাদের একটা আগ্রহ থাকবে, এটা খুবই স্বাভাবিক। এ ব্যাপারটা নিয়ে এর আগেই হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারত। যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে। আলোচনা হয়েছে। কিন্তু কোনো আলোচনাতেই সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। কারণ এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। এভাবে খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। আমাদের যেহেতু ১২ তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগেই আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। আমাদের কাছে মনে হয়েছে, সময় আছে, তাকে সময় নিতে দেই, তাড়াহুড়োর কিছু নেই। তিনি একটা টুর্নামেন্ট খেলছেন, আমাদের প্রাথমিক আলোচনা আমরা সেরে নিয়েছি।'
আলোচনার বিষয়ে পুরোটা অবশ্য খোলাসা করলেন না লিপু। একটু ঘুরিয়ে আলোচনার বিষয় আড়াল করে বলেছেন, 'আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে অবশ্যই সম্মান জানাই। তার সিদ্ধান্তেরও সম্মান জানাই আমরা। সেজন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে, আমার মনে হয় এটা দেওয়া উচিত।'
এ ক্ষেত্রে বোর্ডেরও কোনো না নেই বলে জানান নির্বাচক। তার ভাষায়, 'আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, তাদেরও কোন অসুবিধা নেই। কাজেই আপনাদেরকে কিছুক্ষণ সময় ধৈর্যশীল থাকতে হবে। অনেকদিন তো আপনারা অপেক্ষা করলেন সিদ্ধান্তের জন্য। আরেকটু অপেক্ষা করুন।'