প্রতি মিনিটে নেইমারের আয় কত?
চোটের কারণে ২০২৪ সালের প্রায় পুরোটাই মাঠের বাইরে কাটাতে হয়েছে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমারকে। কিন্তু সৌদি ক্লাব আল-হিলালের চুক্তি অনুযায়ী মাঠে না থেকেও বেতন ঠিকই পেয়েছেন। সব মিলিয়ে গত বছর প্রতিদ্বন্দ্বীতামূলক ফুটবলে নেইমার মাঠে ছিলেন মাত্র ৪২ মিনিট, কিন্তু ঠিকই আয় করে নিয়েছেন ১০১ মিলিয়ন ইউরো। গড়ে প্রতি মিনিটের জন্য নেইমার আয় করেছেন ২.৪ মিলিয়ন ইউরো।
২০২৩ সালে রেকর্ড ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে আল-হিলালে যোগ দিয়েছিলেন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড। যদিও মধ্যপ্রাচ্যে তার ক্যারিয়ার মোটেই সুখকর হয়নি। গুরুতর চোটে পড়ে মাত্র পাঁচ ম্যাচ খেলেই নেইমার মাঠ থেকে ছিটকে যান।
৩১ বছর বয়সী নেইমারের ফিটনেস সমস্যা নতুন কোনো ইস্যু নয়। ক্যারিয়ারে যতটা আলো ছড়ানোর কথা ছিল তার, ততটা পারেননি এই এক সমস্যাতে। যতবার নিজেকে মেলে ধরতে চেয়েছেন, ততবার চোট তাকে বাধা দিয়েছে।
২০২৪ সালের নভেম্বরে সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এস্তেলালের বিপক্ষে নেইমার ২৯ মিনিট মাঠে ছিলেন। আল-হিলালে যোগ দেবার পর নেইমার মাত্র সাতটি ম্যাচ খেলেছেন। দীর্ঘ সময় বাইরে থাকায় ভবিষ্যতের চুক্তি নিয়েও শঙ্কা রয়েছে। আসন্ন গ্রীষ্ম মৌসুমে তার সঙ্গে আল-হিলালের চুক্তির মেয়াদ শেষ হবে।