ভুয়া ভুয়া স্লোগান, নির্বাক দৃষ্টিতে চেয়ে রইলেন লিটন
বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন দাস, হঠাৎ গ্যালারি থেকে ভেসে এলো ভূয়া ভূয়া স্লোগান। গুটি কয়েক দর্শকের এমন স্লোগানে পেছনে ফিরে তাকালেন লিটন। তাতেও থামেননি তারা। দর্শকদের এমন আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। এমন ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার বরিশাল-ঢাকা ম্যাচে।
বরিশালের বিপক্ষে ম্যাচটি জিততে পারেনি লিটন দাসের ঢাকা ক্যাপিটালস। ওই ম্যাচে ব্যাট হাতে রান করতে পারেননি লিটনও। এর আগের ম্যাচেই হাকিঁয়েছিলেন অবিশ্বাস্য শতক। দিয়েছিলেন নিজের সামর্থ্যের প্রমাণ। নেটিজেনদের বেশিরভাগের মতে, লিটনের খেলা অনেকেরই ভালো না লাগতেই পারে, তাই বলে জাতীয় দলের একজন ক্রিকেটারকে এভাবে অপদস্থ করা মোটেও ঠিক হয়নি।
কারও কারও মতে, লিটন হয়তো মনে মনে ভাবছিলেন, আজকে এরা আমাকে নিয়ে মজা নিচ্ছে। দেশের হয়ে ফর্মে ফিরলে বা একটা সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরির পরে এরাই আমার প্রশংসা করবেন। ক্রিকেটার খারাপ করবেন সমালোচনা হবে সেটাই স্বাভাবিক, সেটাই হওয়া উচিত। তবে সমালোচনা হওয়া উচিত গঠনমূলক। এটা রীতিমতো হয়রানি।
মাত্র এক ম্যাচের পারফরম্যান্স ভুলে গিয়ে কীভাবে দর্শকরা একজন ক্রিকেটারের প্রতি এমন আচরণ দেখাতে পারেন? তা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকে এ ঘটনায় দেশের ক্রিকেট সমর্থকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। চট্টগ্রামের অনেক সমর্থক ঘটনার জন্য লিটনের কাছে সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন।