দর্শকের দুয়োধ্বনি, লিটনের পাশে ঢাকা ক্যাপিটালস
জাতীয় দল থেকে বাদ পড়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পাওয়ার ঝাল লিটন কুমার দাস মিটিয়েছেন ইতিহাসগড়া সেঞ্চুরি করে। তাতেও মন গলেনি কিছু ভক্তের। গত ১৬ জানুয়ারি বিপিএলের চট্টগ্রাম পর্বে সেদিন প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। মাঠের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন। তখন পেছনে থাকা গ্যালারিতে সমর্থকদের একটি অংশ সমস্বরে তাকে ‘ভুয়া-ভুয়া’ বলে দুয়োধ্বনি দিচ্ছিল।
হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে লিটন ছিলেন নির্বাক। দুয়োধ্বনি শুনে পেছনে ফিরে তাকিয়ে ছিলেন অসহায়ের মতো। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে বেশিরভাগ মানুষ দাঁড়িয়েছে লিটনের পাশে। সমালোচনা করেছে সেসব দর্শকের।
এবার লিটনের পাশে দাঁড়াল তার ক্লাব ঢাকা ক্যাপিটালস। নিজেদের ফেসবুক পেজে আজ শনিবার (১৮ জানুয়ারি) একটি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। লিটনের পক্ষ নিয়ে তারা পোস্টারে লিখেছে, আমরা লিটনের পাশে আছে। পাশাপাশি ক্যাপশনেও তাকে অনুপ্রেরণা দিয়েছে ঢাকা।
ঢাকা লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ডগড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’