দর্শকের দুয়োধ্বনি দেওয়া নিয়ে মুখ খুললেন লিটন
মাঠে সময়টা ভালো কাটছিল না লিটন কুমার দাসের। বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে, বিপিএলেও রান পাচ্ছিলেন না। তবে, বাদ পড়ার দিনেই করেছেন ইতিহাসগড়া সেঞ্চুরি। তাতেও মন গলেনি কিছু ভক্তের। গত ১৬ জানুয়ারি বিপিএলের চট্টগ্রাম পর্বে সেদিন প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। মাঠের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন। তখন পেছনে থাকা গ্যালারিতে সমর্থকদের একটি অংশ সমস্বরে তাকে ‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি দিচ্ছিল।
দুয়োধ্বনি শুনে পেছনে ফিরে তাকিয়ে ছিলেন অসহায়ের মতো। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে বেশিরভাগ মানুষ দাঁড়িয়েছে লিটনের পাশে। এমনকি তার ক্লাব ঢাকাও আজ শনিবার (১৮ জানুয়ারি) নিজেদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছে লিটনের পক্ষ নিয়ে।
ঢাকা লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ডগড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’
ঢাকার এমন পেশাদারত্ব ও তার পাশে দাঁড়ানোর বিষয়টি শেয়ার করেছেন লিটন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ঢাকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সেই ঘটনা নিয়ে কথা বলেন। যদিও সেখানে নেতিবাচক কিছু বলেননি তিনি।
লিটন বলেন, ‘আমার প্রতি আমার দল ঢাকা ক্যাপিটালসের এমন অসাধারণ নিবেদন সত্যিই মন ছুঁয়ে গেছে। যারা আমাকে ও সব ক্রীড়াবিদদের ভালো ও খারাপ সময়ে সমর্থন করেন, সবাইকে ধন্যবাদ। আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা।’